কোকেন কাণ্ড: রাকেশ ঘনিষ্ঠ আরও এক মহিলা পুলিশের জালে, কী তাঁর ভূমিকা?

কোকেন কাণ্ডে (New Alipore Drug Case) আরও এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। রাকেশ সিংয়ের (Rakesh Singh) সঙ্গে তাঁর সম্পর্ক কী?

কোকেন কাণ্ড: রাকেশ ঘনিষ্ঠ আরও এক মহিলা পুলিশের জালে, কী তাঁর ভূমিকা?
ডান দিকে-অমৃতা সিং
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2021 | 6:31 PM

কলকাতা: কোকেন কাণ্ডে (New Alipore Drug Case) আরও এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh) ও পামেলা গোস্বামীর (Pamela Goswami) সঙ্গে জড়িত থাকার সন্দেহে নারায়ণপুর বাবলাতলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের বিশেষ শাখা সূত্রে খবর, ধৃতের নাম প্রিয়াঙ্কা সিংহ। তিনি পেশায় ডিজাইনার।

পুলিশের দাবি, প্রিয়াঙ্কাকে কাজে লাগিয়ে কারবারীদের কাছ থেকে মাদক কিনতেন রাকেশ সিংহ। ফলে প্রিয়ঙ্কাকে নিয়ে মাদক মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গত রবিবারই এই ঘটনায় আরিয়ান দেব সিংহ নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। বছর বিয়াল্লিশের আরিয়ানকে নিউ আলিপুর থেকে গ্রেফতার করেছিল পুলিশ।

New Alipore Drug Case

এই বাড়িতেই থাকেন প্রিয়াঙ্কা

আরও পড়ুন: স্ট্যান্ড রোড অগ্নিকাণ্ডে বিপর্যস্ত রেলের অনলাইন টিকিট বুকিং পরিষেবা, চালু ইমার্জেন্সি সার্ভার

তদন্তে জানা গিয়েছে, পামেলার গাড়িতে যে মাদক রাখা হয়েছে, তা সে দিন আরিয়ান দেব সিংয়ের মাধ্যমেই পুলিশের কাছে খবর পাঠিয়েছিলেন রাকেশ সিং। ড্রাগ কাণ্ডে ইতিমধ্যেই বিজেপি নেতা অমৃত সিংকে নিয়ে টুইস্ট ঘটেছে। অমৃত সিং কীভাবে পুলিশের চোখ এড়িয়ে পালাল তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এ বার নজরে নিউ আলিপুর থানার পুলিশের ভূমিকা। গোটা ঘটনার তদন্ত করছেন লালবাজারের গোয়েন্দারা। তাঁর খোঁজে ইতিমধ্যেই তিন রাজ্যে তল্লাশি চালাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা