Covid Bulletine: রাজ্যে ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যে একদিনে করোনার বলি ৩৩

Covid in Bengal: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪ জন। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৪৮ জন।

Covid Bulletine: রাজ্যে ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যে একদিনে করোনার বলি ৩৩
রাজ্যে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 8:26 PM

কলকাতা : রাজ্যে গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Covid-19)। তবে গতকালের তুলনায় কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona in Bengal) সংক্রমিত হয়েছেন ২হাজার ১৪ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। পজিটিভিটি রেট নেমেছে ৪.০৯ শতাংশে। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৪৮ জন। সুস্থতার হার ৯৭.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৩০১ টি। গত ২৪ ঘণ্টায় কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৪৩ হাজার ৫৯। দেশের মোট আক্রান্তের ৪.২০ শতাংশ।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৬ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার-২ ।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৩ জন। মৃত্যু:সোমবার- ১, মঙ্গলবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু:সোমবার-১, মঙ্গলবার-২।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৯ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৪ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮০ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০,।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮ জন। মৃত্যু:সোমবার-২, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৪ জন। মৃত্যু:সোমবার- ২, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫২ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার-৪।

হুগলি– গতকাল আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩৯ জন। মৃত্যু: সোমবার-১৩, মঙ্গলবার-৯।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৭ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০৪ জন। মৃত্যু: সোমবার-৫, মঙ্গলবার-৬।

আরও পড়ুন : PM Narendra Modi : বাজেটের মাঝেই এক কোটি ছুঁল মোদীর ইউটিউব সাবস্ক্রাইবার , বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে নমো