Covid Bulletine: আজও ৬ হাজার পার! এবার জেলাতেও বাড়ছে সংক্রমণের গ্রাফ, চিন্তা বাড়াচ্ছে পর্যটনের জেলাগুলি
Covid Spike: দৈনিক সংক্রমণ বেড়েছে দার্জিলিং, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রামে।
কলকাতা: পর পর দু’দিন রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজার পার করল। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার এ রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে চারজনের। এদিনের বুলেটিনে উদ্বেগ বাড়ি মাথা চাড়া দিয়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৭ জন। সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ।
রবিবার যে নমুনা পরীক্ষা করা হয়েছে, তারই রিপোর্ট এসেছে সোমবার। সকলেরই জানা, রবিবার ছুটির দিন থাকায় নমুনা পরীক্ষা কম হয়। ফলে পর পর দু’দিন সংক্রমণ ৬ হাজার নিয়ে কোথাও স্বস্তির কোনও অবকাশই নেই। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ও ধারাবাহিকভাবে দেখা গিয়েছে, বাকি দিনের তুলনায় সোমবারের বুলেটিনে সংক্রমণ কিছুটা কম আসে।
কিন্তু এবার সেই ছবিতে খুব একটা হেরফের হয়নি। রবিবার রাজ্যে সংক্রমণ ছিল ৬ হাজার ১৫৩। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৮ হাজার ৬৩৩টি। সোমবার সংক্রমণ ৬ হাজার ৭৮। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৩০টি।
উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জেলাতেও সংক্রমণ বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিমবর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সংক্রমণ।
দেখে নিন জেলাগুলির কোভিড-মিটার…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-১।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০, সোমবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০, সোমবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৫৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪০ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১, সোমবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ২১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-২, সোমবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫৬ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৩, সোমবার-৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০, সোমবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৩১৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৮০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১,৪৪৯ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২, সোমবার-৪।
আরও পড়ুন: Covid in Kolkata: ভাবছেন মৃদু উপসর্গ, মৃত্যহার কম! আসল বিপদ কোথায় ঘটবে স্পষ্ট করছেন চিকিৎসকরা