COVID Update: বাড়ল একদিনের পজিটিভিটি রেট, সক্রিয় রোগী ৮ হাজার পার

Corona: গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

COVID Update: বাড়ল একদিনের পজিটিভিটি রেট, সক্রিয় রোগী ৮ হাজার পার
মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 11:21 PM

কলকাতা: গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল এ রাজ্যে সংক্রমণের পজিটিভিটি রেট। রবিবার যা ছিল ২.১৩ শতাংশ। সোমবার তা এক ধাক্কায় বেড়ে হল প্রায় তিন শতাংশের কাছাকাছি। এদিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে পজিটিভিটি রেট ২.৮৮ শতাংশ।

গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৯২ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৪৭। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ১১৫টি।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৪ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

COVID Update West Bengal

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে

কালিম্পং– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৩৪ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৭ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১২ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-১।

আরও পড়ুন: Forward Bloc: পুরভোটে কংগ্রেসের হাত ধরবে না, দরকার নেই আইএসএফকেও! বৈঠকে জানিয়ে দিল ফরওয়ার্ড ব্লক