মানবাধিকার কমিশনের রিপোর্টের সত্যতা যাচাই করতে চায় নবান্ন, চাওয়া হল থানা ভিত্তিক তথ্য
NHRC Report West Bengal: সূত্রের খবর, মানবাধিকার কমিশনের এই রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা ভাবছে নবান্ন।
কলকাতা: মানবাধিকার কমিশনের রিপোর্টে ওঠা অভিযোগের সত্যতা কতটা, তা যাচাই করতে এ বার উঠেপড়ে লেগেছে নবান্ন। ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে হাইকোর্টে প্রায় সাড়ে ৪ হাজার পাতার রিপোর্টে যে অসংখ্য অভিযোগ তোলা হয়েছে, সেই প্রত্যেকটি অভিযোগের জবাব দিতে চায় নবান্ন। এমনটাই খবর সূত্রের। যে কারণে প্রত্যেক জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিটি থানা ভিত্তিক সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে নবান্নে পাঠাতে। সূত্রের খবর, মানবাধিকার কমিশনের এই রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা ভাবছে নবান্ন।
“রাজ্যে আইনের শাসন নেই। শাসকের ইচ্ছাই এখানে আইন।” মানবাধিকার কমিশনের রিপোর্টের একটি লাইনই সজোরে বিঁধেছে রাজ্যের শাসকদলকে। এই রিপোর্টের ভিত্তিতে আগামী ২২ জুলাই আদালতে রাজ্যের জবাব দেওয়ার পালা আসবে। তার আগে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে নবান্ন। সূত্রের খবর, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা প্রত্যেক পুলিশ সুপারকে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের সত্যতা যাচাই করে দেখতে। সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখে তার বিস্তারিত রিপোর্ট নবান্নে পাঠাতে বলেছেন তিনি। নবান্নের তরফে পুলিশ সুপারদের আরও নির্দেশ, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর থেকে কোন থানায় কত অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ কতগুলো, রাজনৈতিক খুনের অভিযোগ কতগুলো, সব তথ্য সবিস্তারে জানাতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা মন্ত্রীকে ‘কুখ্যাত দুষ্কৃতী’ বলেও উল্লেখ করা হয়েছিল। তালিকায় ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ উদয়ন গুহ, পার্থ ভৌমিক, শেখ সুফিয়ান প্রমুখ। সূত্রের খবর, তাঁদের রাজ্য সরকারের পক্ষ থেকে মানহানীর মামলা করার পরামর্শ দেওয়া হবে। শুধু তাই নয়, মামলা করার জন্য প্রয়োজনে সমস্ত রকম সাহায্য রাজ্য সরকার করবে বলেই খবর সূত্রের। এমনকী, প্রয়োজন হলে মানবাধিকার কমিশনের এই রিপোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার বিকল্পও খুলে রাখা হয়েছে। তবে তার আগে জেলা প্রশাসনের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট খতিয়ে দেখতে চায় নবান্ন। আরও পড়ুন: রাজ্যে আইনের শাসন নেই? কমিশনের তোলা প্রতিটি অভিযোগের জবাব দেওয়ার প্রস্তুতি শুরু নবান্নে