Nabanna: রাজ্যের সচিবালয়ে বাড়ছে আমলার সংখ্যা, জারি বিজ্ঞপ্তি
Nabanna: শেষ পর্যন্ত রাজ্য সরকার সচিবালয়ে আরও ২০টি পদ তৈরি করল। এদিনই দেওয়া হল ১০ জয়েন্ট সেক্রেটারি পদের বিজ্ঞপ্তি। একইসঙ্গে দেওয়া হয়েছে ১০ জন অ্যাডিশনাল সেক্রেটারি পদের বিজ্ঞপ্তিও। এই পদগুলি তৈরির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। অবশেষে ১৯ ডিসেম্বর নোটিফিকেশন জারি করল নবান্ন।
কলকাতা: জল্পনা চলছিলই। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী (CM of West Bengal) ঘোষণা করেছিলেন রাজ্যে নতুন করে বেশ কিছু আমলা নিয়োগ করা হবে। সচিবালয়ে জয়েন্ট সেক্রেটারি, অ্যাডেশনাল সেক্রেটারিয়েটের পদের সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে কিছু পদন্নোতির কথাও বলেছিলেন। শেষ পর্যন্ত রাজ্য সরকার রাজ্য সরকার মোট ১৮৬ টি পদ তৈরি করল। এর মধ্যে শুধুমাত্র সচিবালয়ে অতিরিক্ত ২০টি পদ তৈরি হয়েছে। তার বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে। যা নিয়েই এখন জোর চর্চা প্রশাসনিক মহলে।
সচিবালয়ে অতিরিক্ত যে নতুন পদ তৈরি করা হয়েছে তার ধ্যে যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব পদ রয়েছে ১০ টি। এ ছাড়া বেশ কিছু পদন্নোতির কথাও বলা হয়ে নয়া বিজ্ঞপ্তিতে। নতুন করে ১৬৬টি পদ তৈরি হয়েছে। এগুলিই পদোন্নতির মাধ্যমে বাড়ানো হল। যার মধ্যে ৯২টি ওএসডি, রেজিস্ট্রার এবং স্পেশাল অফিসার মর্যাদার পদ তৈরি হয়েছে। তালিকায় সহকারি সচিবের পদ ৩৮টি। উপসচিবের ৩৬টি পদ তৈরি করা হয়েছে। সূত্রের খবর, এই সমস্ত অফিসারকে দেওয়া হচ্ছে রাজ্যের ২২ দফতরে।