Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় মেগা মিছিল মহুয়া-মেধা পাটেকরদের, সমর্থন অমর্ত্য সেনের
Ram Mandir: আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি তিনদিনব্যাপী চলবে সম্মেলন। ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ টি সংগঠন এই সম্মেলনে সামিল হবে বলে জানা যাচ্ছে। উদ্যোক্তাদের দাবি, ওরা সাম্প্রদায়িক বিভাজনের কথা বলবে, আমরা মহা সমাবেশকে সামানে রেখে ঐক্যের কথা বলব।
কলকাতা: বছর ঘুরলেই রাম মন্দিরের উদ্বোধন। তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরে ইস্যুতে ঠগবগ করে ফুটছে দেশের রাজনৈতিক মহলও। এরইমধ্যে রাম মন্দির নিয়ে রাজনীতির প্রতিবাদে মহামিছিলের ডাক শহর করকাতায়। বুদ্ধিজীবীদের একাংশ ও নাগরিক সংগঠন সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী মহামিছিল ও সম্মেলনের ডাক দিয়েছে বলে জানা যাচ্ছে। রাম মন্দির নিয়ে দেশজুড়ে যে রাজনীতি হচ্ছে তার প্রতিবাদে ২২ জানুয়ারি মহামিছিল হবে ওয়েলিংটন স্কোয়ার থেকে নেতাজি ইনডোর স্টেডিয়াম পর্যন্ত।
আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি তিনদিনব্যাপী চলবে সম্মেলন। ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ টি সংগঠন এই সম্মেলনে সামিল হবে বলে জানা যাচ্ছে। উদ্যোক্তাদের দাবি, ওরা সাম্প্রদায়িক বিভাজনের কথা বলবে, আমরা মহা সমাবেশকে সামানে রেখে ঐক্যের কথা বলব। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রচার অভিযান। শুধু কলকাতা ও সংলগ্ন এলাকায় নয়, উত্তরবঙ্গেও কর্মসূচি হবে বলে জানা গিয়েছে।
উদ্যোক্তাদের আরও দাবি, বিভিন্ন ক্ষেত্রের অনেক বিশিষ্টজন উপস্থিত থাকবেন। অমর্ত্য সেন এই উদ্যোগের সঙ্গে সহমত জানিয়েছন। তবে তিনি অসুস্থ থাকায় কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না। মেধা পাটেকর, মহুয়া মৈত্র-সহ আরও অনেকে উপস্থিতি থাকবেন বলে জানা যাচ্ছে। কর্মসূচির কনভেনার ছোটন দাস বলছেন, বিরোধী কণ্ঠকে রোধ করার কর্মকাণ্ড চলছে। ভারতের বিভাজন নয়, ঐক্য চাই। তাঁর কথাকেই সহংত জানিয়ে বাসুদেব বসু বলছেন, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ২২ তারিখ একদিকে যখন মোদি খালি পায়ে হাঁটবেন, সেই সময় কলকাতায় সম্প্রদায়িক ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য মহা মিছিল হবে। প্রসঙ্গত, এই ২২ জানুয়ারিই অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের।