বিড়ির ব্যবসার নামে ২ কোটি টাকার প্রতারণা, সল্টলেক থেকে গ্রেফতার ছত্তীসগঢ়ের ‘প্রতারক’
Saltlake: পুলিশ সূত্রে খবর, ২ কোটি ১৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ফরিদ বিশ্বাসের নামে।
কলকাতা: নতুন ব্যবসা খোলার নাম করে ২ কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল সল্টলেক থেকে। ছত্তীশগঢ়ের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই ফরিদ বিশ্বাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ছত্তীসগঢ় পুলিশ ও সল্টলেক পুলিশের যৌথ উদ্যোগে এই গ্রেফতারির পর মঙ্গলবারই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ছত্তীসগঢ় নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ২ কোটি ১৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ফরিদ বিশ্বাসের নামে। তিনি অভিযোগকারী উজ্জ্বললাল ক্ষত্রিয়ের কাছ থেকে এই টাকা নিয়েছিলেন বিড়ি তৈরির সরঞ্জাম কিনবেন বলে। অভিযোগ, এর পর ওই ব্যক্তির সঙ্গে আর যোগাযোগ রাখছিলেন না ফরিদ। বার বার ফোন করলে কেটে দিতেন। বহু চেষ্টা করেও অভিযুক্তকে নাগালে পাননি। এরপরই ছত্তীসগঢ় পুলিশের দ্বারস্থ হন তিনি।
ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও পুলিশ ফাঁড়িতে উজ্জ্বললাল অভিযোগ দায়ের করেন। এরপরই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে ইতিমধ্যেই ভিন রাজ্যে চলে গিয়েছেন ফরিদ। বাংলায় আত্মগোপন করে রয়েছেন। ছত্তীসগঢ় পুলিশের তরফে সল্টলেক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই রাজ্যের পুলিশের যৌথ অভিযানে বিধাননগর দক্ষিণ থানা এলাকা থেকে গ্রেফতার হন ফরিদ বিশ্বাস। মঙ্গলবার বিধাননগর মহকুমা আদালতে তাঁকে পেশ করে ট্রানজিট রিমান্ডে ছত্তীসগঢ় নিয়ে যাওয়া হচ্ছে। আরও পড়ুন: পাহাড়ি পানীয়ে লাথি রাজ্য পুলিশের, ‘ভাবাবেগে আঘাত, বাংলার সঙ্গে আমাদের মেলে না’, বিস্ফোরক বিজেপি বিধায়ক