Illegal Betting: পাঁচ তারা হোটেলে নয়, গাড়িতে বসেই চলছিল আইপিএলের বেটিং; গ্রেফতার অভিযুক্ত
Kolkata Police: গাড়িতে বসেই আইপিএলের বেটিং চলছিল গত রাতে। আর তখনই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। ধৃত ওই ব্যক্তির নাম আনন্দ আগরওয়াল। শেক্সপিয়ার সরণি থানা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় গতরাতে।
কলকাতা : আইপিএলের মরশুম চলছে। লিগ টেবিলে কলকাতা নাইট রাইডার্সের যে জায়গায় রয়েছে, তাতে কোনও কেকেআর ভক্তেরই খুব উৎফুল্ল হওয়ার কারণ নেই। কিন্তু শহরের বুকে বেটিং চক্র কিন্তু নিজের মতোই চলে যাচ্ছে। রমরমিয়ে। পুলিশের নজর এড়াতে বেটিং চক্রের পান্ডারা এখন আবার নিজেদের কৌশলেও অনেক পরিবর্তন এনেছে। একেবারে নয়া কায়দায় বেটিং। আগে পাঁচ তারা হোটেলগুলিতে বেটিং-চক্র দাঁত-নখ বের করত। কিন্তু পুলিশের নজরদারি বাড়তে, এখন আর পাঁচ তারা হোটেল নয়, বরং গাড়ির মধ্যেই রমরমিয়ে চলছে বেটিং। সোমবার রাতেই বেটিংয়ের এই নয়া কৌশল প্রকাশ্যে এসেছে। গাড়িতে বসেই আইপিএলের বেটিং চলছিল গত রাতে। আর তখনই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। ধৃত ওই ব্যক্তির নাম আনন্দ আগরওয়াল। শেক্সপিয়ার সরণি থানা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় গতরাতে।
কিন্তু কেন এই অভিনব কৌশল বেছে নিচ্ছে বেটিং চক্রের পান্ডারা? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পুলিশের খপ্পর থেকে বাঁচতেই বেটিংয়ের জায়গায় এই বদল করা হয়েছে। হোটেলে বসে বেটিং চক্র চালালে, হঠাৎ পুলিশ হানা দিলে পালানোর পথ থাকত না। কিন্তু এখন পুলিশকে দেখলে আগে থেকে তারা সতর্ক হয়ে যেতে পারবে। প্রয়োজনে গাড়ি নিয়ে পালানোর পথও থাকবে। সেই কারণেই, পাঁচতারা হোটেলের বদলে এই ধরনের গাড়ির মধ্যে তুলনামূলক ছোট জায়গাকে বেটিং-এর জন্য বাছা হচ্ছে বলে মনে করেছেন ওয়াকিবহাল মহল।
গতরাতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলা ছিল রাজস্থান রয়্যালসের। ওই ম্যাচ শেষ হওয়ার পর পরই অভিযুক্ত আনন্দ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। শেক্সপিয়ার সরণি এলাকায় ওই গাড়িটি এমনভাবে রাখা ছিল, যে বাইরে থেকে দেখে সাধারণ পার্কিং করে রাখা একটি গাড়ি বলেই মনে হতে পারে। তবে শেক্সপিয়র সরণি থানার পুলিশের সতর্ক দৃষ্টি এড়াতে পারেনি অভিযুক্তরা। মঙ্গলবার ওই অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাকে ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।