KLO chief: ‘কামতাপুরের বিরোধিতা করলে ফল ভয়ানক হবে’, ফের KLO প্রধান জীবনের নিশানায় মমতা
KLO chief Jiban Singha: প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরবঙ্গে সফরে গিয়ে মমতার মুখে শোনা গিয়েছিল রাজবংশীদের প্রসঙ্গ। রাজবংশীদের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়ে ছিলেন বিএসএফের বিরুদ্ধে।
কলকাতা: হুমকি, পাল্টা হুমকিতে তপ্ত বঙ্গ রাজনীতির আঙিনা। “কামতাপুরের বিরোধিতা করলে ফল ভয়ানক হবে”। হুঁশিয়ারি দিলেন KLO প্রধান জীবন সিং। পাশাপাশি তৃণমূলের (Trinamool Congress) রাজ্য মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কেও হুমকি দিলেন জীবন। “পার্থপ্রতিম কলকাতার দালাল। মমতা (Mamata Banerjee) রাজবংশী বিরোধী।” এদিন এ ভাষাতেই ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রণ শানান কেএলও প্রধান। তবে পাল্টা দিয়েছেন পার্থ প্রতিমও। জীবনকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “যদি লড়াই করতে হয় তাহলে রাজনৈতিক ময়দানে আসুন। দেখব কার কত জন সমর্থন রয়েছে।” এদিকে এরইমধ্যে আবার জীবন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কোতোয়ালি থানায়। পার্থ প্রতিম রায়কে হুমকি দেওয়ার প্রতিবাদেই এই অভিযোগ বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরবঙ্গে সফরে গিয়ে মমতার মুখে শোনা গিয়েছিল রাজবংশীদের প্রসঙ্গ। রাজবংশীদের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়ে ছিলেন বিএসএফের বিরুদ্ধে। মমতার দাবি, রাজবংশীদের উপর অকারণে আক্রমণ শানাচ্ছে বিএসএফ। ইচ্ছাকৃতভাবেই এটা করা হচ্ছে। এদিকে পঞ্চায়েত ভোট মিটলেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভায় জলপাইগুড়ির রাজবংশী ভোটকে টার্গেট করতে চাইছেন মমতা। তবে সেদিকে নজর রয়েছে বিজেপিরও। এ প্রেক্ষাপটে কেএলও প্রধানের তৃণমূলকে আক্রমণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
তবে শুধু এখন নয়, বরাবরই মমতার বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা গিয়েছে জীবনকে। কামতাপুরী নিয়ে সুর চড়িয়েছেন একের পর তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কামতাপুরের দাবি নিয়ে বিতর্কের মধ্যে জীবনের নিশানায় বারবার থেকেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও। আক্রমণ করেছেন মমতাকেও।