Panchayat Election Case: ‘বয়কট’ হওয়া বুথে ৯৫ শতাংশ ভোট পেল তৃণমূল! রাজারহাটের কাণ্ডে অবাক বিচারপতি সিনহা

Panchayat Election Case: পরে ভোটের দিন আব্দুল কালাম কলেজের বুথে ভোট দিতে গিয়ে অনেককেই ফিরে আসতে হয় বলে অভিযোগ।

Panchayat Election Case: 'বয়কট' হওয়া বুথে ৯৫ শতাংশ ভোট পেল তৃণমূল! রাজারহাটের কাণ্ডে অবাক বিচারপতি সিনহা
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 4:51 PM

কলকাতা: ভোট বয়কট করা হয়েছে। এ কথা শুনে বুথের সামনে থেকেই ফিরে যেতে হয়েছিল অনেক ভোটারকে! কিন্তু ভোটের ফল প্রকাশ হতে অবাক হয়ে যাচ্ছেন প্রার্থীরাও। ওই বুথেই শাসক দল তৃণমূলের পক্ষে ভোট পড়েছে ৯৫ শতাংশ। যেখানে ভোটই দিতে দেওয়া হয়নি, সেখানে এত ভোটে পড়ল কীভাবে! অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। জাংড়া হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েতের এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন বিচারপতি।

মামলায় উল্লেখ করা হয়েছে, রাজারহাটের জাংড়া হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েত এলাকায় ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয়দের একাংশ। পরে ভোটের দিন আব্দুল কালাম কলেজের বুথে ভোট দিতে গিয়ে অনেককেই ফিরে আসতে হয় বলে অভিযোগ। মামলাকারীদের দাবি, তৃণমূলের কিছু কর্মী ব্যারিকেড করে ওই বুথ ঘিরে ভোটারদের ফিরিয়ে দেন, তাঁদের বলেন ভোট বয়কট করা হয়েছে।

কাউকেই ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই এলাকার ভোটার রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পরিবার। তাঁর পরিবারের সদস্যরাও ভোট দিতে পারেননি বলে অভিযোগ। অভিযোগের সত্যতার প্রমাণ হিসেবে মঙ্গলবার আদালতে ভিডিয়ো ফুটেজও তুলে দেন মামলাকারীরা।

ওই পঞ্চায়েতের আটজন সিপিএম প্রার্থী ও কয়েকজন ভোটার মামলা করেছেন। অভিযোগ শুনে বিস্মিত বিচারপতি দ্রুত অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন। ৩ অগস্টের মধ্যে ডিজি ও আইজি-কে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখার জন্য একজন অফিসার নিযুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তলব করা হয়েছে রাজারহাটের বিডিও-কে।

উল্লেখ্য, কোনও বুথে যদি অন্যান্যবারের ভোটের তুলনায় ভোট শতাংশ অনেক বেশি হয়, তাহলে পুনর্নির্বাচনের কথা বলে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে মামলাকারীদের দাবি, রাজারহাটের এই বুথে লোকসভা না বিধানসভা নির্বাচনে ৫০-৬০ শতাংশের বেশি ভোট পড়েনি। এবার ৯৫ শতাংশ ভোট পড়া সত্ত্বেও কেন পুনর্নির্বাচনের কথা বলা হল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।