High Court Chief Justice: ‘গাদা গাদা পঞ্চায়েত মামলার ভিড়ে বাকি সব চাপা পড়ে যাচ্ছে’, বিরক্ত হাইকোর্টের প্রধান বিচারপতি

High Court Chief Justice: মামলার নির্দিষ্ট সময় দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন আইনজীবীদের একাংশ। সেই আবেদনের জবাব দিতে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

High Court Chief Justice: 'গাদা গাদা পঞ্চায়েত মামলার ভিড়ে বাকি সব চাপা পড়ে যাচ্ছে', বিরক্ত হাইকোর্টের প্রধান বিচারপতি
প্রধাান বিচারপতি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 5:36 PM

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই জমতে শুরু করেছে মামলার পর মামলা। একাধিক বিচারপতির এজলাসে সেই মামলাগুলির শুনানি চলছে। এত রাজনৈতিক মামলায় আগেই বিরক্তি প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আর এবার অসন্তোষ প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মঙ্গলবার একটি মামলা চলাকালীন ক্ষোভ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, পঞ্চায়েতের মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না। এতে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে।

বিচারপতি জয় সেনগুপ্ত, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে শুরু করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে একাধিক মামলা। প্রায় প্রতিনিয়ত শুনানি চলছে সে সব মামলার। ভোট ঘোষণা হওয়ার পর মনোনয়ন পর্ব, ভোট, গণনা সবকিছু নিয়েই মামলা হয়েছে। আদালতের নির্দেশে বেশ কিছু কেন্দ্রে ভোটও বাতিল হয়েছে।

মঙ্গলবার এমনই এক মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সে সব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না।”

মামলার নির্দিষ্ট সময় দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন আইনজীবীদের একাংশ। সেই আবেদনের জবাবে প্রধান বিচারপতি বলেন, আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে। এরপরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়।

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ১০জন বিজেপি কর্মী রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি জয় সেনগুপ্ত। এত রাজনৈতিক মামলায় সময় দেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি।