Partha Chatterjee: বাস দেখভাল করতেন, ED-র নজরে পার্থর ‘ভাই’

Partha Chatterjee: আদালতে সম্প্রতি চার্জশিট পেশ করেছে ইডি।  সূত্রের খবর, তাতে উল্লেখ রয়েছে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত ছাত্র নেতা কুন্তল ঘোষ ও মন্ত্রী পার্থর মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তিনিই ছিলেন অন্যতম মিডলম্যান।

Partha Chatterjee: বাস দেখভাল করতেন,  ED-র নজরে পার্থর 'ভাই'
পার্থ চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 2:36 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র স্ক্যানারে পার্থ ঘনিষ্ঠ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কলকাতা পৌরসভার ১২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার  ওরফে ভজাকে। এর আগে পার্থ সরকারের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। ভজার কাছে পৌঁছত দুর্নীতির টাকা। চার্জশিটে এরকমই অভিযোগ করেছে ইডি। সকাল সাড়ে ১১টায় সিজিওতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি।

আদালতে সম্প্রতি চার্জশিট পেশ করেছে ইডি।  সূত্রের খবর, তাতে উল্লেখ রয়েছে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত ছাত্র নেতা কুন্তল ঘোষ ও মন্ত্রী পার্থর মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তিনিই ছিলেন অন্যতম মিডলম্যান। ইডি-র দাবি, অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেও পার্থর নাম উঠে এসেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধী নেতা থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের মালিকানাধীন মিনিবাসের রক্ষণাবেক্ষণ করতেন ভজা। সেই থেকেই ঘনিষ্ঠতা। ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক হয়ে ওঠেন তিনি। এলাকাবাসীদের কাছেও তিনি নেতা অত্যন্ত ঘনিষ্ঠ, নেতার ‘ভাই’  বলেই পরিচিত ছিলেন। এরপর ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়টিও দেখা করতেন।

ইডি-র দাবি,  নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও ভজার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইডি উল্লেখ করেছে, যোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং কয়েক কোটি টাকা ভজার মাধ্যমেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছত।  গত ১২ বছরে ভজার আর্থিক সম্পত্তির বিকাশ ঘটেছে বহুল।  সূত্রের খবর, পার্থর সুপারিশেই তিনি ১২৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন। তারপর তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর। মিনিবাসের রক্ষণাবেক্ষণ করা ব্যক্তিটি আজ ঠিক কত টাকার মালিক, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। তাই ভজার ১২ বছরের সম্পত্তি ও আর্থিক লেনদেনের সমস্ত ডিটেইলস তলব করেছেন তদন্তকারীরা।