Partha Chatterjee: ফের জামিনের আবেদন খারিজ পার্থ-সুবীরেশদের, জেলেই থাকতে হবে আরও ১৪ দিন
Partha Chatterjee: পার্থ, সুবীরেশদের জামিনের আবেদন আবার খারিজ হল আদালতে। ফের জেল হেফাজতে নির্দেশ দিলেন বিচারক।
কলকাতা: রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার পার্থ চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে বিস্ফোরক দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।
Key Highlights
- পার্থ, সুবীরেশদের জামিনের আবেদন আবার খারিজ হল আদালতে। ফের জেল হেফাজতে নির্দেশ দিলেন বিচারক। আরও ১৪ দিন জেলেই থাকতে হবে তাঁদের। মামলার পরের শুনানি ১২ ডিসেম্বর।
- বয়স, অসুস্থতার যুক্তিতে জামিনের আবেদন করেছেন পার্থর আইনজীবীর। তাঁর দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম এফআইআর-এ নেই। নাম ছিল পাঁচ জনের। যার মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের নাম চার্জশিটে। কিন্তু গ্রেফতার করা হয়নি। সিবিআই-এর তরফে যুক্তি দেওয়া হচ্ছে, তদন্তে সহযোগিতা করছেন ওই দুই ব্যক্তি।
- পার্থর আইনজীবী সওয়াল করেন, সিবিআই দাবি করছেন, দুর্নীতি করতে শান্তিপ্রসাদ সিনহাকে সহযোগিতা করছেন ওই পদে বসিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
- পার্থর আইনজীবী এক্ষেত্রে মন্তব্য করেন, যদি শান্তিপ্রসাদের নিয়োগে পদ্ধতিগত গলদ থাকে, তাহলে বিভাগীয় তদন্ত হোক।
- পার্থর আইনজীবী বলেন, “কী কারণে তাঁকে আবারও হেফাজতে দেওয়া হবে, সেটা বারবার বলার চেষ্টা করেছি। বিচারক জিজ্ঞাসা করেছেন সিবিআইকে, বিষয়টি ব্যাখ্যা করতে। কেন আবারও পার্থকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে, সিবিআই-এর কাছে জানতে চান বিচারক। সেক্ষেত্রে কিন্তু সিবিআই কোনও সদুত্তর দিতে পারেনি।”
- পার্থর আইনজীবী রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। আরসি ৩ ও আরসি ৫-নিয়োগ দুর্নীতির দুটি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সিবিআই নিয়োগ সংক্রান্ত যে দুটি মামলার তদন্ত করছে, তার একটিতে পার্থর নাম চার্জশিটে রয়েছে, অন্যটিতে নেই। সেখানে মিডলম্যান প্রসন্ন রায়-সহ বাকিদের নাম রয়েছে।
- পার্থর আইনজীবীর বক্তব্য দুটো মামলাতেই চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু আদালত তাতে মান্যতা দেয়নি। সেই জায়গায় যাঁরা অভিযুক্ত, তাঁদের জামিনের অধিকার রয়েছে। চার্জশিট কতটা আইনি, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থর আইনজীবী।
- সিবিআই তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলেছেন পার্থ-সহ বাকিদের আইনজীবীরা। তাঁদের বক্তব্য, সিবিআই তদন্তের গতি অত্যন্ত শ্লথ। এই মামলার তদন্ত কবে শেষ হবে? সেই কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনওভাবেই বলতে পারছে না।
- বিচারক সিবিআই-এর দুটি মামলারই তদন্তকারী অফিসারের কাছে জানতে চান, এই মামলার তদন্ত কবে শেষ হবে? আইও জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে তাঁরা তদন্ত করছেন। তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত ‘স্টেটাস রিপোর্ট’ তাঁরা হাইকোর্টে জমা করছেন।
- সিবিআই-এর তরফে সওয়াল করা হয়, পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরা প্রভাবশালী। তাঁরা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে, সেই কারণ দর্শিয়ে তাঁরা ১৪ দিনের হেফাজতের আবেদন জানান সিবিআই-এর আইনজীবী। এদিকে বয়স ও শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আবেদন করেছেন পার্থ-সহ বাকি অভিযুক্তদের আইনজীবী।
- এখনও পর্যন্ত নির্দেশ সংরক্ষিত রেখেছেন বিচারক। পার্থর জামিন আদালত মঞ্জুর করল কিনা, সেটার দেখার।