Local Train Cancelled: সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, তিনদিন হাওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল
Local Train Cancelled: প্রসঙ্গত, কখনও ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, তো কখনও ওভারহেডের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বিগত কয়েক মাসে শিয়ালদা-হাওড়া শাখায় লাগাতার বাতিল হয়েছে লোকাল ট্রেন। প্রায় প্রতি সপ্তাহান্তে চলেছে পাওয়ার ব্লক। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ।
কলকাতা: সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা হাওড়ায়। হাওড়া শাখার ব্যান্ডেল-শক্তিগড় সেকশনের আদিসপ্তগ্রামের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ে তৈরি হবে ওভার ব্রিজ। সে কারণেই শনিবার থেকে কাজ চলবে সোমবার পর্যন্ত। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রেল। আর তাতেই জানানো হয়েছে আগামী ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত এই শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে রেল। তারফলে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কখনও ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, তো কখনও ওভারহেডের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বিগত কয়েক মাসে শিয়ালদা-হাওড়া শাখায় লাগাতার বাতিল হয়েছে লোকাল ট্রেন। প্রায় প্রতি সপ্তাহান্তে চলেছে পাওয়ার ব্লক। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। এবার সেই ছবিই ফের চলতি সপ্তাহের শেষে ফিরতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।
১৬ ও ১৭ তারিখ বাতিলের খাতায় থাকছে
বর্ধমান থেকে: 03052
হাওড়া থেকে: 37857
১৭ ও ১৮ তারিখ বাতিলের খাতায় থাকছে
হাওড়া থেকে: 03051
ব্যান্ডেল থেকে: 37781
বর্ধমান থেকে: 37782 এবং 37812
ঘুরপথে চলবে যে এক্সপ্রেসগুলি
13029 আপ হাওড়া – মোকামা এক্সপ্রেস ১৬ ও ১৭ তারিখ রাত ১১টা ২০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে হাওড়া থেকে। হাওড়া-বর্ধমান কর্ড লাইন থেকে ঘুরপথে চালানো হবে।
13030 মোকামা – হাওড়া এক্সপ্রেস ১৬ ও ১৭ তারিখ হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস, জোগবানি – কলকাতা এক্সপ্রেস, গয়া – হাওড়া এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।