PIL in High Court: রাজনাথ, স্মৃতি, নাড্ডা-সহ ২৪ জনের সম্পত্তি নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে

PIL in High Court: প্রথমে শাসক দলের ১৯ জন নেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে হওয়া একটি মামলা সামনে আসে। এরপর বিভিন্ন বিরোধী দলের ১৭ জন নেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা হয়।

PIL in High Court: রাজনাথ, স্মৃতি, নাড্ডা-সহ ২৪ জনের সম্পত্তি নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে
মামলায় নাম কেন্দ্রীয় মন্ত্রীদের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2022 | 4:31 PM

কলকাতা : শাসক দলের দুই নেতা রয়েছেন জেলে। তাঁদের সম্পত্তির হিসেব কষছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সম্পত্তির সঙ্গে দুর্নীতির কোনও যোদ আছে কি না, তা মেলানোর চেষ্টা চলছে। বিভিন্ন দুর্নীতির তদন্ত নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। প্রথমে শাসক দলের ১৯ জন নেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটি মামলায় ইডি-কে পার্টি করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এবার বিরোধী দলের নেতাদের সম্পত্তি নিয়ে মামলা। শুভেন্দু অধিকারী সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল আগেই। এবার ২৪ জন নেতা-নেত্রীর সম্পত্তি নিয়ে দায়ের হল মামলা। সেই তালিকায় নাম রয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরও।

বৃহস্পতিবার এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। আগামী ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা। মামলায় ২৪ নেতা মন্ত্রীর নাম উল্লেখ করে আইনজীবী দাবি করেছেন, যাতে সম্পত্তির হিসেব না মিললে উপযুক্ত পদক্ষেপ করা হয়। হিসেব না মিললে ইডি এবং সিবিআই যাতে সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই আর্জিও জানানো হয়েছে।

কোন ২৪ জনের নাম রয়েছে সেই তালিকায়

ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডা, রূপা গঙ্গোপাধ্যায়, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, সমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকার ও সুজন চক্রবর্তী।

এর আগে জনৈক সুজিত গুপ্ত আরও একটি জনস্বার্থ মামলা করে হাইকোর্টে। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা-নেত্রীর নাম ছিল সেই মামলায়। বাম নেতা তন্ময় ভট্টাচার্যের নামও ছিল সেই ১৭ জনের তালিকায়।

তবে, প্রথমে শাসক দলের ১৯ জন নেতার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল। সেই তালিকায় নাম রয়েছে ফিরহাদ হাকিম, অরূপ রায় সহ একাধিক নেতার। সেই মামলাতেই ইডি-কে পার্টি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ইতিমধ্যেই ওই মামলার প্রেক্ষিতে পুরর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিন মন্ত্রী।