Nabanna: নবান্ন অভিযানের আগের রাতে ৪ জন গ্রেফতার, নয়া আবেদন হাইকোর্টে

Calcutta High Court: মামলার আবেদন অনুযায়ী, ২৭ অগস্ট নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে গোলাবাড়ি থানার পুলিশ চার ছাত্রনেতাকে আটক করে। পরেরদিন সকালে হাইকোর্টে পরিবারের লোক তাদের খুঁজে পেতে আবেদন করলে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায়।

Nabanna: নবান্ন অভিযানের আগের রাতে ৪ জন গ্রেফতার, নয়া আবেদন হাইকোর্টে
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2024 | 2:41 PM

কলকাতা: নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে হাইকোর্টে মামলা হয়। শুক্রবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা ওঠে। মামলাকারীর বক্তব্য ছিল, এই ঘটনায় কেন পুলিশের বিরুদ্ধে ‘ডিসিপ্লিনারি অ্যাকশন’ নেওয়া হবে না, কেন ক্ষতিপূরণ দেবে না পুলিশ? আবেদন শুনেছে আদালত। কীভাবে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, তা আদালতের উপরই নির্ভর করবে।

অভিযোগ ওঠে, ২৭ অগস্ট নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে গোলাবাড়ি থানার পুলিশ চার ছাত্রনেতাকে আটক করে। পরেরদিন সকালে হাইকোর্টে পরিবারের লোক তাদের খুঁজে পেতে আবেদন করলে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায়।

যদিও মামলায় পুলিশ জানায়, গোলমাল ছড়াতে পারে এই আশঙ্কায় তাদের আগাম গ্রেফতার করা হয়েছে। কিন্তু কোনও এফআইআর করেনি পুলিশ। এই অবস্থায় অভিযুক্ত পুলিশ অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে যান মামলাকারী।

প্রসঙ্গত, নবান্ন অভিযানের আগের দিন চার ছাত্রকে গ্রেফতার করা হয় হাওড়া থেকে। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চেই মামলার শুনানি ছিল। পুলিশের এহেন আচরণ নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন তিনি। হলফনামাও তলব করা হয়।