Beleghata: অটোর লাইনে মহিলাদের কটূক্তির প্রতিবাদ, ডার্বি দেখে ফেরার পথে নাক ফাটল যুবকের
Kolkata: প্রহৃত যুবক জানিয়েছেন, সেই সময় বেলেঘাটা শিয়ালদহ অটো স্ট্য়ান্ডে দুই যুবক মহিলাদের উদ্দেশে কটূক্তি করছিল। ওই দুই যুবক মদ্যপ অবস্থায় ছিল বলেই দাবি প্রহৃতের।
কলকাতা: মহিলাদের কটূক্তি ও গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়ে নাক ফাটল এক যুবকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘাটা শিয়ালদহ (Beleghata-Sealdah) অটো স্ট্যান্ডের কাছে। প্রহৃত যুবকের নাম অনির্বাণ দাস। শনিবার ডার্বি দেখে বাড়ি ফিরছিলেন তিনি। যুবকের দাবি, সেই সময় বেলেঘাটা শিয়ালদহ অটো স্ট্য়ান্ডে দুই যুবক মহিলাদের উদ্দেশে কটূক্তি করছিল। ওই দুই যুবক মদ্যপ অবস্থায় ছিল বলেই দাবি প্রহৃতের। ঘটনাটি দেখে প্রতিবাদ করেন অনির্বাণ দাস। অভিযোগ, এরপরই ওই দুই মদ্যপ যুবক চড়াও হয় তাঁর উপর। অনির্বাণকে রাস্তায় ফেলে মারতে থাকে তারা। মারধরের চোটে নাক ফেটে যায় অনির্বাণের।
পরে ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়ে পৌঁছায় বেলেঘাটা থানার পুলিশ। পুলিশকর্মীরাই সেই সময় অনির্বাণকে রেসকিউ ভ্যানে করে উদ্ধার করে প্রথমে বেলেঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা করানোর জন্য। এদিকে যুবকের থেকে ঘটনার বিরবণী জানার পর খোঁজখবর শুরু করে পুলিশ। অভিযুক্ত ওই দুই মদ্যপ যুবককে গতরাতেই প্রথমে আটক করে বেলেঘাটা থানার পুলিশকর্মীরা। পরে প্রহৃত যুবক প্রাথমিক চিকিৎসার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান এবং সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
অনির্বাণ দাস জানিয়েছেন, “অটোর লাইনে অনেক ভিড় ছিল। আমি শেষের দিকে দাঁড়িয়েছিলাম। কিছু লোক লাইন ভেঙে অটো ধরে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বয়স্ক মহিলা ও ব্যক্তি প্রতিবাদ করতে শুরু করেন। তখন ওই লোকগুলি তাঁদের গালিগালাজ করতে শুরু করে। আমি ওই ঘটনার প্রতিবাদ করতে ওরা আমাকে মারধর করতে শুরু করে। প্রথমে ঘুষি, তারপর লাথি। মুখের উপর মারে। চশমা ভেঙে গিয়েছে। নাক ফেটে গিয়েছে।” ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ওই পথে নিত্যযাত্রীদের মনেও।