Student Death: ময়নাতদন্তে শরীর জুড়ে আঘাতের চিহ্ন, ছাত্রের দেহ রেখেই তুমুল বিক্ষোভ, স্তব্ধ রাজপথ

School Student Death: অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার না করা হলে অবস্থান উঠবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

Student Death: ময়নাতদন্তে শরীর জুড়ে আঘাতের চিহ্ন, ছাত্রের দেহ রেখেই তুমুল বিক্ষোভ, স্তব্ধ রাজপথ
কসবায় তুমুল বিক্ষোভImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 10:55 PM

কলকাতা: স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে অবরুদ্ধ শহরের রাজপথ। সোমবার সিলভার পয়েন্ট হাইস্কুলের পড়ুয়ার মৃত্যু হয় স্কুলে ছ তলা থেকে পড়ে। ঘটনায় স্কুলের বিরুদ্ধেই ওঠে অভিযোগ। মানসিক চাপ দেওয়ার অভিযোগ তোলে মৃত শেখ শানের পরিবার। মঙ্গলবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করার পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। কিন্তু দেহ থানার সামনে রেখেই শুরু হয়েঠে বিক্ষোভ। সন্ধ্যায় কসবা থানার সামনে বসে পড়েন মৃতের আত্মীয় ও পরিজনেরা। বিক্ষোভে সামিল হন স্কুলের অন্যান্য পড়ুয়াদের অভিভাবকেরাও। বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে রাসবিহারী অ্যাভিনিউ। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলছে অবস্থান।

এদিন পুলিশের পাইলট কার দিয়ে গ্রিন করিডর করে ছাত্রের দেহ নিয়ে যাওয়া হচ্ছিল তাঁর বাড়ির পথে। সেই সময়ই শুরু হয়ে যায় বিক্ষোভ। দেড় ঘণ্টার বেশি সময় কেটে গেলেও অবস্থান তুলতে নারাজ বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, যে দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করা না হলে অবস্থান তোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।

বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। শহরের অন্যতম ব্যস্ত রাস্তা এভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পথচলতি মানুষ। অনেককেই পায়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই কসবা থানায় পৌঁছেছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারী মহিলাদের। এক মহিলা গেট টপকে ঢুকে পড়েন থানার ভিতরে।

এদিন, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ায় শরীরের ভিতরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সূত্রের খবর, শরীরে ডানদিকেই মূলত আঘাত পায় ওই ছাত্র। ডান দিকের কপালের হাড় ভাঙা, ডান দিকের চোয়ালও ভাঙা। এছাড়া শরীরের ডান দিকের পাঁজর ও পেলভিসও ভেঙে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধান, উঁচু স্থান থেকে পড়েই মৃত্যু হয়েছে শেখ শানের।