Post Poll Violence: জগদ্দলের সেই শোভারানি মণ্ডল ‘খুনে’ এখনও অধরা দুই মহিলা! ধরে দিলেই মোটা টাকার পুরস্কার দেবে সিবিআই
Post Poll Violence: অভিযুক্তদের নাম, তাদের বিরুদ্ধে কোন মামলা চলছে সেবিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে পুরস্কার ঘোষণাপত্রে।
কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় জগদ্দলের শোভারানি মণ্ডল ‘খুনে’র ঘটনায় এখনও অধরা দুই মহিলা অভিযুক্ত। এবার তাদের ধরতে পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুই মহিলা অভিযুক্তের খোঁজ দিলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেবে সিবিআই। আদালতের নির্দেশের পরই এই ঘোষণা সিবিআই-এর। শোভারানি মণ্ডল খুনে অধরা দুই মহিলা অভিযুক্তের নাম হল ঝর্ণা মিস্ত্রি ওরফে মামনি ও প্রতিমা ঘোষ ওরফে মউ। দুজনেই শ্যামনগরের বিআরএস কলোনির বাসিন্দা।
অভিযুক্তদের নাম, তাদের বিরুদ্ধে কোন মামলা চলছে সেবিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে পুরস্কার ঘোষণাপত্রে। যিনি সিবিআইকে অভিযুক্তদের গ্রেফতার করতে তথ্য দেবেন বা সাহায্য করবেন, তাঁর নাম পরিচয় গোপন রাখা হবে। সিবিআই মোবাইল নম্বর, ল্যান্ড ফোন নম্বর ও ইমেইল আইডি দিয়ে এবার পুরস্কার ঘোষণা করল।
২ মে ভোট পরবর্তী হিংসার বলি হন শ্যামনগরের রাউতা বিআরএক কলোনির বাসিন্দা শোভারানি মণ্ডল। তাঁর ছেলে ১৭১ নম্বর বুথের সভাপতি ছিলেন। ভোট পরবর্তী পর্যায়ে তাঁর ওপর তৃণমূল কর্মী সমর্থকদের হামলা চালানোর অভিযোগ ওঠে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা শোভারানি। বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয়। ঘটনায় প্রাথমিক পর্যায়ে তদন্ত করে পুলিশ।
গত বছর সেপ্টেম্বরে বারাকপুর আদালতে আত্মসমর্পণ করে রতন হালদার নামে এক অভিযুক্ত। এই ঘটনায় অক্টোবরে মোট ৮ জনকে গ্রেফতার করে সিবিআই। অক্টোবরে সিবিআই-এর পক্ষ থেকে ৮ জনকে নোটিস পাঠানো হয়েছিল। নোটিসের প্রেক্ষিতে তারা সল্টলেক সিজিও কমপ্লেক্সে দেখা করে। তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বয়ানে বেশ কয়েকটি ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ে। তখনই ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
কিন্তু এই দুই মহিলার খোঁজ এখনও পাওয়া যায়নি। তাদের ধরে দিতে পারলেই এবার মোটা টাকার পুরস্কার ঘোষণা করল সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে জেলায় জেলায় ঘরছে সিবিআই টিম। কিছুদিন আগেই উত্তর চব্বিশ পরগনাতেও যায় সিবিআই টিম। ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এক তৃণমূল সমর্থকের বাড়ি তল্লাশি অভিযান চালায় সিবিআই। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে খুনের ঘটনার তদন্ত।
প্রসঙ্গত, জগদ্দলে ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া আকাশ যাদব মামলাতেও অভিযুক্তদের ধরে দিতে পারলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে সিবিআই। গত ২ মে আকাশ যাদবকে বন্দুকের বাঁট দিয়ে মেরে ও গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। জগদ্দলের ‘পুরানিয়া তালাব’ এলাকায়, নিহত আকাশ যাদবের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। পাশাপাশি কথা বলা হয় নিহত শোভারানি দাসের পরিবারের সদস্যদের সঙ্গেও।
দেখুন বাঙালিয়ানা:
** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী
** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার