School Holiday: গরমের জন্য পিছিয়ে গেল প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, জারি নির্দেশিকা

School Holiday: ১৭ এপ্রিল, সোমবার থেকে ২২ এপ্রিল, শনিবার পর্যন্ত রাজ্যের সকল সরকারি বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল-কলেজে না যাওয়ার জন্য অনুরোধও করেছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

School Holiday: গরমের জন্য পিছিয়ে গেল প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, জারি নির্দেশিকা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 8:09 PM

কলকাতা: প্রবল গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা! ৩৮, ৩৯ পেরিয়ে ৪০ পার করে ফেলছে পারদ। এমতাবস্থায় সাতদিনের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তবে স্কুল বন্ধ থাকার কারণে অনেক পরীক্ষার সূচিতেও বদল আনতে হচ্ছে। উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য এবার বিশেষ নির্দেশিকা দেওয়া হল রাজ্য শিক্ষা দফতরের তরফে। পিছিয়ে গেল পরীক্ষার দিন। সোমবার এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার অংশ কয়েকটি প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে। সেগুলির জন্য দিন নির্ধারণ করা হলেও ছুটি পড়ে যাওয়ায় পরীক্ষা নেওয়া যাচ্ছে না। শিক্ষা দফতর জানিয়েছে, ২৪ থেকে ২৯ এপ্রিলের মধ্যে পরীক্ষাগুলি নিতে হবে। তবে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকার স্কুলগুলিতে কোনও দিন পরিবর্তন হবে না।

একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর জমা দেওয়ার শেষ তারিখও। কাউন্সিলের অনলাইন পোর্টালে আগামী ১৫ মে পর্যন্ত নম্বর তোলা যাবে বলে জানানো হয়েছে।

১৭ এপ্রিল, সোমবার থেকে ২২ এপ্রিল, শনিবার পর্যন্ত রাজ্যের সকল সরকারি বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল-কলেজে না যাওয়ার জন্য অনুরোধও করেছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিলেবাসে অসুবিধা হলে অতিরিক্ত ক্লাস পরে করে নেওয়ার কথা বলেছেন তিনি।

আপাতত গরম কমার কোনও লক্ষণ নেই বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। শুক্রবার পর্যন্ত সবথেকে বেশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানতে পারা যাচ্ছে।