ব্রিগেডে বাম-সমাবেশে কি সোনিয়া, রাহুল! জোরাল হচ্ছে জল্পনা
রবিবার থেকেই শুরু হয়েছে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। সেখানে রাজ্যের কোন কোন আসনে বামেদের সম্ভাবনা রয়েছে সেই তথ্য নিয়ে আলোচনা হবে।
কলকাতা: ব্রিগেডে বামেদের সমাবেশ। সকলকে চমকে দিয়ে সেই সমাবেশে উপস্থিত থাকতে পারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ব্রিগেডে বামেদের সমাবেশ হবে। আর সেখানে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী উপস্থিত থাকতে পারেন। নাম শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরারও। অর্থাৎ এ সমাবেশ আক্ষরিক অর্থে বাম ও কংগ্রেসের যৌথ সমাবেশ। ব্রিগেডের মঞ্চ থেকেই বাম ও কংগ্রেসের যৌথ সমর্থনে সুর চড়াতে পারেন গান্ধী পরিবারের এই হেভিওয়েট সদস্যরা। বিধানসভা ভোটে বাম-কংগ্রেস যে জোট বেঁধে লড়বে তা কার্যত স্পষ্ট। এখন শুধু একের পর এক চমক নিয়ে ময়দানে নামার পালা।
আরও পড়ুন: আপডেট: ভাল আছেন সৌরভ, কলকাতাতেই চিকিৎসা হবে জানালেন ডোনা
রবিবার সিপিআইএম মুখপত্র গণশক্তির ৫৪তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে গণশক্তি ভবনে যান সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুরা। সেখানে যোগ দেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও। সূত্রের খবর, ব্রিগেড, একুশের ভোট প্রস্তুতি, প্রচার সবকিছু নিয়েই এদিন তাঁদের মধ্যে প্রাথমিক বৈঠকও হয়।
আরও পড়ুন: কেউ যেন সৌরভকে মানসিক চাপ না দেন, অশোকের মন্তব্যে জল্পনা
এদিন থেকেই শুরু হয়েছে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। সেখানে রাজ্যের কোন কোন আসনে বামেদের সম্ভাবনা রয়েছে সেই তথ্য নিয়ে আলোচনা হবে। ১২ ফেব্রুয়ারি বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান নিয়ে সমর্থনের রূপরেখাও তৈরি হতে পারে সেখানে। বৈঠক থেকে ঠিক হতে পারে পরবর্তী ক্ষেত্রে কবে থেকে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে বৈঠক শুরু হবে বা কোন কোন আসন নিয়ে রফাসূত্র বের করা হবে। ইতিমধ্যেই বামফ্রন্টের অন্যান্য সদস্যদের কাছ থেকেও জেলার বিভিন্ন আসনের তথ্য সংগ্রহ করেছে সিপিআইএম। তবে সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠকের পরই আসন রফার বিষয়টি চূড়ান্ত হবে।