স্টোনচিপ বোঝাই ম্যাটাডোরের ধাক্কা, দুর্ঘটনার কবলে মন্ত্রী রাজীবের গাড়ি
রবিবার দুপুরে একটি স্টোনচিপ বোঝাই ম্যাটাডোর ধাক্কা মারে তাঁর গাড়িতে। তবে ঘটনার অভিঘাত বড় না হওয়ায় বনমন্ত্রী-সহ সকলেই অক্ষত রয়েছেন। আটক করা হয়েছে ম্যাটাডোরের চালককে।
কলকাতা: দক্ষিণ কলকাতার কসবা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) গাড়ি। রবিবার দুপুরে একটি স্টোনচিপ বোঝাই ম্যাটাডোর ধাক্কা মারে তাঁর গাড়িতে। তবে ঘটনার অভিঘাত বড় না হওয়ায় বনমন্ত্রী-সহ সকলেই অক্ষত রয়েছেন। আটক করা হয়েছে ম্যাটাডোরের চালককে।
সূত্রের খবর, এদিন দুপুর সওয়া দুটো নাগাদ রাজডাঙ্গা রোড ধরে রুবির দিকে যাচ্ছিলেন মন্ত্রী। নবপল্লী এলাকায় দাঁড়িয়ে ছিল তাঁর। তখনই ডান দিক থেকে আসা একটি স্টোনচিপ বোঝাই ম্যাটাডোর পিছন থেকে সজোরে ধাক্কা মারে গাড়িতে। টাটা ৪০৭ মডেলের গাড়ির ধাক্কায় ভেঙে যায় মন্ত্রীর গাড়ির লুকিং গ্লাস। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই ম্যাটাডোর চালকের পিছনে ধাওয়া করেন রাজীব। খবর দেওয়া হয় কসবা থানায়। ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত সার্জেন্টরা।
আরও পড়ুন: ৩০ শতাংশ ভোট নিয়ে সরকার বানাত মমতা, তাই এত কাটাকাটা-মারামারি: বিজেপি
এরপর পুলিসের হাতে ওই ম্যাটাডোর চালককে তুলে দেন রাজীব। সূত্রের খবর, ধৃত চালকের নাম বিনোদ মিশ্র। বেপরোয়াভাবে গাড়ি চালানোর পাশাপাশি আরও একাধিক ধারায় ওই চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। দিনের বেলায় স্টোনচিপ বোঝাই গাড়িটি কোন দিক থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, সেই সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ভাল আছেন সৌরভ, কলকাতাতেই চিকিৎসা হবে জানালেন ডোনা