Weather Update: কবে থেকে বাংলায় বর্ষা? ঝাঁপিয়ে বৃষ্টি? জানালেন আবহাওয়াবিদরা

Weather Update: বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কিন্তু তার অবস্থান দক্ষিণবঙ্গের পক্ষে সহায়ক নয়। নিম্নচাপ রয়েছে মায়ানমার উপকূলে। ফলে আপাতত দক্ষিণবঙ্গের জন্য অসহ্য গরমই বরাদ্দ!

Weather Update: কবে থেকে বাংলায় বর্ষা? ঝাঁপিয়ে বৃষ্টি? জানালেন আবহাওয়াবিদরা
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 3:32 PM

কলকাতা: উত্তরবঙ্গের জন্য সুখবর। সোমবারের মধ্যে বর্ষা আসছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই শুরু প্রাকবর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গের জন্য আরও দুঃসংবাদ। মঙ্গলবার পর্যন্ত ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতা ও উপকূলে ভ্যাপসা গরমের দাপট। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাতে গরম থেকে রেহাই মিলবে না। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কিন্তু তার অবস্থান দক্ষিণবঙ্গের পক্ষে সহায়ক নয়। নিম্নচাপ রয়েছে মায়ানমার উপকূলে। ফলে আপাতত দক্ষিণবঙ্গের জন্য অসহ্য গরমই বরাদ্দ!

কলকাতার আকাশ মেঘলা কেন? গতকাল থেকে সাগর থেকে দখিনা-পশ্চিমী বাতাস উত্তরবঙ্গে পৌঁছনো শুরু হয়েছে। সেই বাতাস দক্ষিণবঙ্গের উপর দিয়েই যাচ্ছে। তাছাড়া মায়ানমার উপকূলের নিম্নচাপ থেকেও কিছু মেঘ ঢুকছে। কিন্তু বৃষ্টি নামানোর মতো জোরালো পরিস্থিতি নেই। উল্টে অতিরিক্ত আর্দ্রতা ঘামিয়ে কাদা করছে। আপাতত এটাই ভবিতব্য।

তবে দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়। ঘন কালো মেঘে ঢাকা পড়ে আকাশ। ঝাঁপিয়ে নামে বৃষ্টি। সঙ্গে ঝড়ো হওয়ার দাপট। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদা, হুগলির বেশ কিছু জায়গায় বৃষ্টি নামে। ভ্যাপসা গরমের দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে।