Panchayat Election 2023: রাজ্যজুড়ে প্রায় ২ হাজার আটক, মনোনয়নে হিংসা-অশান্তি রুখতে আর কী কী পদক্ষেপ?

Panchayat Election: নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৩ তারিখ পর্যন্ত রিপোর্টের ভিত্তিতে প্রায় দু'হাজার জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দেড় হাজার জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ রয়েছে।

Panchayat Election 2023: রাজ্যজুড়ে প্রায় ২ হাজার আটক, মনোনয়নে হিংসা-অশান্তি রুখতে আর কী কী পদক্ষেপ?
পঞ্চায়েত ভোটে দিকে দিকে অশান্তির অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 9:41 PM

কলকাতা: সদ্য রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব সিনহা (Rajib Sinha)। এবার নির্বাচন কমিশনারকে সহযোগিতা করার দায়িত্ব পেলেন আইএএস সঞ্জয় বনসল। বর্তমানে তিনি অনগ্রসর শ্রেণি ও সমাজকল্যাণ দফতরের সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনারকেও সহযোগিতার দায়িত্ব দেওয়া হল তাঁকে। বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন নীলাঞ্জন সান্ডিল্য। রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে মনোনয়ন পর্ব থেকেই অশান্তির অভিযোগ। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড়ে। আগামিকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নের সময়সীমা বাড়ানো হবে কি না, সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কমিশনের উপরেই ছেড়ে দিয়েছে হাইকোর্ট। তবে কমিশনের থেকে দিন বাড়ানো নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৩ তারিখ পর্যন্ত রিপোর্টের ভিত্তিতে প্রায় দু’হাজার জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দেড় হাজার জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ রয়েছে। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি যে অভিযোগগুলি উঠে এসেছে, তাতে ১৩ তারিখের রিপোর্ট অনুয়ায়ী ৬২ জন আহত হয়েছেন বলে কমিশন সূত্রে খবর। এর পাশাপাশি প্রায় চার হাজার জনের অস্ত্র লাইসেন্স জমা নেওয়া হয়েছে বলেও খবর। যেসব জায়গাগুলিতে অশান্তির অভিযোগ উঠে আসছে, সেই সব জায়গাগুলিতে আরও সজাগ নজর রাখছে রাজ্য নির্বাচন কমিশন।

নির্বাচনের মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্ত হয়েছে ভাঙড়, ক্যানিংয়ের মতো এলাকাগুলি। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। রণক্ষেত্রের আকার নিয়েছে ভাঙড়। বুধবার ভাঙড়ে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন টিভি নাইন বাংলার সাংবাদিকও। সেই ভাঙড়ের পরিস্থিতির উপরেও রাজ্য নির্বাচন কমিশন সজাগ নজর রাখছে বলে জানা যাচ্ছে। যদিও স্পর্শকাতর এলাকা বলে এখনও পর্যন্ত কিছু নির্ধারিত হয়নি বলেই কমিশন সূত্রে খবর।