Panchayat Election 2023: ‘স্পর্শকাতর জেলা’ নিয়ে ধন্দে কমিশন, রিভিশন চাইতে হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা: সূত্র

State Election Commission: আদালতের রায়ের একটি অংশে উল্লেখ রয়েছে, 'এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রাথমিক পর্যালোচনা চালানো হয়েছে এবং কিছু জেলাকে স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।'

Panchayat Election 2023: 'স্পর্শকাতর জেলা' নিয়ে ধন্দে কমিশন, রিভিশন চাইতে হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা: সূত্র
রাজ্য নির্বাচন কমিশন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 11:26 PM

কলকাতা: স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) বক্তব্য, তাদের তরফে স্পর্শকাতর জেলা (Sensitive Districts) বলে এখনও কিছু চিহ্নিত করা হয়নি। কিন্তু পঞ্চায়েত (Panchayat Election 2023) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে উল্লেখ রয়েছে স্পর্শকাতর জেলার কথা। আর সেই কারণে ধন্দে রয়েছে কমিশনও। নবান্নের কাছেও এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও আবেদন জানানো হয়নি বলেই খবর। এমন অবস্থায় এবার ফের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রাজ্য নির্বাচন কমিশনের। আদালতের রায়ের একটি অংশে উল্লেখ রয়েছে, ‘এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রাথমিক পর্যালোচনা চালানো হয়েছে এবং কিছু জেলাকে স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ এই বিষয়টি নিয়ে রিভিশন চাইতে হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা রাজ্য নির্বাচন কমিশনের।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের শুরু থেকেই বলা হচ্ছিল, তারা স্পর্শকাতর জেলার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেয়নি। কিন্তু মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তি ও গোলমালের খবর পাওয়া যাচ্ছিল। যত দিন এগিয়েছে, তত অবনতি হয়েছে পরিস্থিতির। মুহুর্মুহু বোমাবাজির দৃশ্য ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। খবর সংগ্রহে গিয়ে সাংবাদিককে আক্রান্তও হতে হয়েছে। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়েন বাধার অভিযোগও উঠেছে বিগত কিছুদিনে। এই সবের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলি।

এরই মধ্যে আবার পঞ্চায়েত মামলার রায়ে কলকাতা হাইকোর্ট স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য তারা কোনও স্পর্শকাতর জেলা এখনও ঘোষণা করেনি। নবান্নেও তাই কেন্দ্রীয় বাহিনীর জন্য কোনও আবেদন কমিশনের তরফে এখনও পাঠানো হয়নি বলেই জানা যাচ্ছে। এসবের মধ্যে এবার স্পর্শকাতর জেলার বিষয়ে আদালতে রিভিশন চাইতে যেতে পারে কমিশন, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।