BJP in Bengal: ২৫ জানুয়ারির ‘ডেডলাইনে’ চাপ! এবার ‘এক্সট্রা টাইমে’ বঙ্গ বিজেপি
BJP in Bengal: বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবিয়াদের উপস্থিতিতে কয়েকদিন আগেই হয় বড় বৈঠক। সেখানে ছিলেন বঙ্গ বিজেপির তাবড় তাবড় সব নেতারা। নেওয়া হয়েছিল একগুচ্ছ সিদ্ধান্ত।
কলকাতা: বুথ সভাপতি নির্বাচনের সময়সীমা বৃদ্ধি বঙ্গ বিজেপির। বাড়তি এক সপ্তাহ দেওয়ার পথে কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবিয়াদের উপস্থিতিতে কয়েকদিন আগেই হয় বড় বৈঠক। সেখানে ছিলেন বঙ্গ বিজেপির তাবড় তাবড় সব নেতারা। সেখানে স্থির হয়েছিল, ২৫ জানুয়ারির মধ্যে রাজ্যে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলি ছাড়া বাকি সমস্ত জায়গায় সভাপতি বাছাই শেষ হবে। কিন্তু, কাজ শেষ না হওয়ায় এবার এক্সট্রা টাইমে বঙ্গ বিজেপি।
এখনও পর্যন্ত যা হয়েছে সেই হিসাব বলছে ৩৬ হাজারের মতো বুথে এই কাজ সম্ভব করা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সক্রিয় সদস্যতা এখনও করা যায়নি। তাই বুথ স্তরে সাংগঠনিক নির্বাচন সমস্যায় পড়ছে। সেই কারণেই সক্রিয় সদস্যকরণ এর মেয়াদও সাময়িক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতৃত্ব।
সেই সিদ্ধান্তের সঙ্গে সাযুজ্য রেখেই বুথের নির্বাচন প্রক্রিয়ার জন্য বঙ্গ বিজেপিকে বাড়তি সময় দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। বুথ সভাপতি নির্বাচনে সময়সীমা বৃদ্ধি হওয়ার ফলে মণ্ডল কমিটি গঠনে তার প্রভাব পড়বে। জেলা স্তরের নির্বাচনেও তার বাইরে নয়। ফলে গোটা প্রক্রিয়া আরও কিছুটা পিছল বলেই খবর। এখন দেখার শেষ পর্যন্ত ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কতটা ঘর গোছাতে পারে বঙ্গ বিজেপি।