PM Modi: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে বাংলায় প্রধানমন্ত্রী, মোদীর পোস্টারে ছেয়ে যাচ্ছে কলকাতা
PM Modi: ‘৩০ ডিসেম্বর আমি আসছি পশ্চিমবঙ্গে’ বুধবার রাত থেকে মোদীর ছবি দেওয়া এই পোস্টার ছেয়ে যেতে চলেছে বাংলা। ঢাকা পড়তে চলেছে কলকাতা ও হাওড়ার একটা বড় অংশ। বিজেপির অন্দরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
কলকাতা : বিগত কয়েকদিন ধরেই বাংলার খবরের শিরোনামে বারবারই জায়গা করে নিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন পাওয়া যাবে এই ট্রেনের পরিষেবা। ইতিমধ্যেই দেশের এই দ্রুততম ট্রেনের ট্রায়াল রানও হয়ে গিয়েছে বাংলার বুকে। উদ্বোধন হবে আগামী ৩০ ডিসেম্বর। আর সেই উপলক্ষেই বাংলার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে সাজ সাজ রব বঙ্গ বিজেপির অন্দরে। ‘৩০ ডিসেম্বর আমি আসছি পশ্চিমবঙ্গে’ মঙ্গলবার রাত থেকে মোদীর ছবি দেওয়া এই পোস্টার ছেয়ে যেতে চলেছে বাংলা। ঢাকা পড়তে চলেছে কলকাতা ও হাওড়ার একটা বড় অংশ। বিজেপির অন্দরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
টুইট করেছেন বিজেপির তথ্য-প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যও। তিনি লেখেন, ‘৩০ ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এটা দীর্ঘদিনের দাবি ছিল। এর জন্য অনেকটাই উপকৃত হবে উত্তরবঙ্গের মানুষ। ব্য়বসায়িক সম্ভাবনাও যেমন বাড়বে আম-আদমির যাত্রাপথেও আসবে গতি।’ মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যকে।
বন্দে ভারত নিয়ে শমীক বলেন, “প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ভারতীয় জীবনে নতুন গতির সঞ্চার করেছিলেন স্বর্ণ চতুর্ভূজ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্য দিয়ে। গ্রামের সঙ্গে সড়ক যুক্ত হয়েছিল। ভারতের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছিল। সেই একই গতিময়তাকে বজায় রেখে, সেই একই লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রীর বন্দে ভারত এক্সপ্রেসের পরিকল্পনা। ভারতের সমস্ত রাজ্যের সঙ্গে এ রাজ্যের হবে। পশ্চিমবঙ্গ একটা নতুন ট্রেন পেল। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও দ্রুত হবে। এটা নিঃসন্দেহে আনন্দের।”
প্রসঙ্গত, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির ৫৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এতদিন শতাব্দী এক্সপ্রেসের সময় লাগত ৮ ঘণ্টা ২০ মিনিট। বন্দে ভারতের ক্ষেত্রে এই সময়ে আরও বেশ খানিকটা কমে যাচ্ছে। এই ট্রেনের দৌলতে এখন থেকে ৭ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি। তবে এই সময় আরও কমার কথা ছিল। এই প্রসঙ্গে শমীকের উত্তর, “পরিকল্পনা অনুযায়ী যে গতিতে এই ট্রেনের যাওয়ার কথা, কিন্তু তা এখনই করা যাচ্ছে না। দ্রুত এটা ঠিক হয়ে যাবে। ৬ ঘণ্টার কম সময়ে বন্দে ভারত এক্সপ্রেস উত্তরবঙ্গে পৌঁছে যাবে। এত ট্রেন থাকার পরেও তো রিজার্ভেশন পাওয়া কঠিন হয়ে যায়। সেখানে এই খবর আনন্দের। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস একটা বড় সংযোজন।”