Sourav Ganguly: ইস্পাত কারখানায় কবে থেকে উৎপাদন শুরু? সময় জানিয়ে দিলেন সৌরভ
Sourav Ganguly: ইতিমধ্যে ২টি ইস্পাত কারখানায় কাজ চলছে জানিয়ে সৌরভ বলেন, "২০০৭ সাল থেকে আমাদের দুটি ইস্পাত কারখানা রয়েছে। একটি আসানসোলে। অন্যটি পটনাতে। এটা আমাদের তৃতীয় প্ল্যান্ট। এবং সবচেয়ে বড়।"

কলকাতা: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় স্টিল প্ল্যান্ট করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই স্টিল প্ল্যান্টে উৎপাদন কবে শুরু হবে? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এই নিয়ে এবার জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নির্দিষ্ট করে জানিয়ে দিলেন, কতদিনের মধ্যে গড়বেতায় ওই স্টিল প্ল্যান্টে উৎপাদন হবে? স্টিল প্ল্যান্ট চালু হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।
প্রথমে ঠিক ছিল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে হবে ওই স্টিল প্ল্যান্ট। পরে তা গড়বেতায় করার কথা জানা যায়। এদিন এক অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ওই ইস্পাত কারখানা নিয়ে প্রশ্ন করা হয় সৌরভকে। সেখানে তিনি বলেন, “প্রত্যেকে ভাবেন, ২ মাসে স্টিল প্ল্যান্টে কাজ শুরু হবে। তা তো সম্ভব নয়। নানা ইস্যু থাকে। কারখানা তৈরিতে সময় লাগে। আশা করি, আমরা ১৮ থেকে ২০ মাসের মধ্যে ইস্পাত কারখানায় উৎপাদন শুরু করতে পারব।”
ইতিমধ্যে ২টি ইস্পাত কারখানায় কাজ চলছে জানিয়ে সৌরভ বলেন, “২০০৭ সাল থেকে আমাদের দুটি ইস্পাত কারখানা রয়েছে। একটি আসানসোলে। অন্যটি পটনাতে। এটা আমাদের তৃতীয় প্ল্যান্ট। এবং সবচেয়ে বড়। কিন্তু, কারখানার জন্য নানা ছাড়পত্রের প্রয়োজন হয়। যেগুলো সময়সাপেক্ষ। সেগুলো হয়ে গেলেই ১৮ থেকে ২০ মাসের জন্য উৎপাদন শুরু হবে।”
নতুন এই কারখানায় কর্মসংস্থান নিয়ে সৌরভ বলেন, ” আমাদের দুটি কারখানায় ১০ হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে। এখানেও আশা করি অনেক কর্মসংস্থান হবে।”
বৃহস্পতিবার বর্ধমানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল সৌরভের গাড়ি। সেই দুর্ঘটনা নিয়ে এদিন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, “বড় কিছু হয়নি। সবাই ঠিক আছি। লরি এসে চেপে দিয়েছিল। পুলিশের পাইলট কার আমাদের আগে ছিল। পিছনে কনভয় ছিল। লরি আমাদের কাছে এসে চেপে দেওয়ায়, আমার চালক নিয়ন্ত্রণ আনতে হঠাৎ ব্রেক কষে। কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে।”





