P Chidambaram on Metro Dairy Case: মেট্রো ডেয়ারি মামলায় অধীরের বিরুদ্ধেই দাঁড়ালেন চিদাম্বরম! ‘তৃণমূলের দালাল’ বলে বিক্ষোভ কংগ্রেস-পন্থী আইনজীবীদের

P Chidambaram at Calcutta High Court: কংগ্রেস পন্থী আইনজীবীরা এ দিন বিক্ষোভ দেখান চিদম্বরমকে ঘিরে। এজলাশের বাইরে ঘিরে ধরা হয় তাঁকে।

P Chidambaram on Metro Dairy Case:  মেট্রো ডেয়ারি মামলায় অধীরের বিরুদ্ধেই দাঁড়ালেন চিদাম্বরম! 'তৃণমূলের দালাল' বলে বিক্ষোভ কংগ্রেস-পন্থী আইনজীবীদের
আইনজীবী পি চিদম্বরম। বুধবার কলকাতা হাইকোর্টে।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2022 | 7:17 PM

কলকাতা : কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। শুনানির পর এজলাসের বাইরে বেরতেই বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ দেখালেন  কংগ্রেস-পন্থী আইনজীবীরা। বুধবার মেট্রো ডেয়ারি সংক্রান্ত একটি মামলায় সওয়াল করতেই কলকাতা হাইকোর্টে আসেন চিদম্বরম। এই মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে সেই মামলা হয়। একজন বর্ষীয়ান কংগ্রেস নেতা হয়ে কীভাবে অধীরের করা মামলায় রাজ্য সরকারের পক্ষে সওয়াল করছেন চিদম্বরম? তা নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস-পন্থী আইনজীবীরা।

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে জনস্বার্থ মামলা করেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, সংস্থার শেয়ার জলের দরে বিক্রি করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের সংস্থা কেভেন্টার্সকে সস্তায় রাজ্য সরকারের ৪৩ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হয়ে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী। এত টাকা ক্ষতি করে কেন এ ভাবে বিক্রি করা হল সংস্থার শেয়ার, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই মামলার শুনানি প্রায় শেষের পথে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে আশা করেছিলেন অধীর চৌধুরী। আর সেই মামলাতেই রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে এসেছেন চিদম্বরম।

প্রায় ঘণ্টা খানেক ধরে শুনানি চলে এ দিন। শুনানি শেষে এজলাসের বাইরে বেরতেই তাঁকে ঘিরে ধরেন কৌস্তভ বাগচী-সহ বেশ কয়েকজন আইনজীবী। চিদম্বরমের উদ্দেশে তাঁরা বলতে থাকেন, ‘আপনাদের মতো মানুষের জন্যই কংগ্রেস দলটার এই অবস্থা।’ তাঁদের দাবি আইনজীবী হলেও রাজনৈতিক পরিচয় ভুলে গেলে চলবে না। যেখানে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ সেখানে একজন কংগ্রেস নেতা হয়ে কেন এলেন চিদম্বরম? সে ক্ষেত্রে চিদম্বরমের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়েও শুরু হয়ে জল্পনা।

আইনজীবী কৌস্তভ বাগচী জানান, এ দিন যা হয়েছে তাতে কংগ্রেসের মান-সম্মান ধুলোয় মিশে গিয়েছে। কংগ্রেস কর্মীদের আবেগে আঘাত করা হয়েছে। তাই বিক্ষোভ দেখিয়েছেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরমকে ‘তৃণমূলের দালাল’ বলে  কৌস্তভ বাগচী এ দিন ব্যাখ্যা দিয়ে বলেন, এই মামলা করেছেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, যিনি একজন বড় মাপের কংগ্রেস নেতা। আর সেই মামলায় বিরোধিতা করে আদতে চিদম্বরম তৃণমূলকে সুবিধা করতে দিতে চাইছেন বলেই দাবি আইনজীবীর। পরবর্তীকালে কংগ্রেসের অন্য কোনও আইনজীবী এ ভাবে রাজ্য সরকারের হয়ে মামলা লড়তে এলেও একই ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে TV9 বাংলার তরফে ফোন করা হলে কোনও মন্তব্য করতে চাননি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।