DA Protest: মাদ্রাসা পরীক্ষার জন্য পিছোল সরকারি কর্মচারীদের ধর্মঘট, ঘোষণা হল নতুন দিন

DA Protest: বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে পথে নেমেছেন সরকারি কর্মীরা। চলছে অনশনও।

DA Protest: মাদ্রাসা পরীক্ষার জন্য পিছোল সরকারি কর্মচারীদের ধর্মঘট, ঘোষণা হল নতুন দিন
ডিএ বৃদ্ধির দাবি চলছে আন্দোলন (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 6:10 PM

কলকাতা: ১৩ দিন হয়ে গেল রাস্তায় বসে অনশন করছেন সরকারি কর্মীরা। কর্মবিরতিও সফল হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এবার সেই আন্দোলনই এগোল আরও একধাপ। রাজ্যের সব সরকারি অফিস জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হল সরকারি কর্মীদের তরফে। প্রথমে ৯ মার্চ ধর্মঘটের দিন ধার্য করা হয়েছিল। বুধবার জানানো হল মাদ্রাসা পরীক্ষার কথা মাথায় রেখে সেই দিন বদলে ১০ মার্চ করা হয়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে অবিলম্বে ধর্মঘট ডাকা জরুরি। কিন্তু পরীক্ষার কথা মাথায় রেকেই মার্চ মাসে দিন স্থির করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই দিন পিছতে হয়েছে।

এদিকে, বুধবার ১৩ দিনে পড়ল সরকারি কর্মী সংগঠনগুলির প্রতিনিধিদের অনশন। সংগঠনগুলির যৌথমঞ্চের আন্দোলনকারীরা জানিয়েছেন,  সরকার কোনও পদক্ষেপ করছে না, তাই ধর্মঘট ডাকতে হচ্ছে। অনশন করার পরও সরকারের তরফ থেকে কোনও পদর্থক পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি তাঁদের।

বকেয়া ডিএ-র দাবি আজকের নয়। আন্দোলনকারীরা যখন সরব হয়েছেন, তার মধ্যেই রাজ্য বাজেটে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন, ৩ শতাংশ ডিএ দেওয়া হবে। এই ঘোষণা সামনে আসার পরই ক্ষোভ বেড়েছে আরও। জেলায় জেলায় চলছে আন্দোলন। গত সোমবার ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি সফল হয়েছে বলেই মনে করছেন সরকারি কর্মীরা। এবার ধর্মঘট সফল করাই তাঁদের লক্ষ্য।

অভিযোগ, গত দুদিনের কর্মবিরতি চলাকালীন বেশ কিছু জায়গায় সরকার আন্দোলনকারীদের ঐক্য ভাঙার চেষ্টা হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। তার প্রতিবাদে বুধবার সব সরকারি দফতরে ধিক্কার কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছিল।