Psychologists of Kolkata: চাপমুক্ত হয়ে কীভাবে চালাবেন গাড়ি? বেহালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে চালকদের পরামর্শ দিতে চলেছেন মনোবিদরা
Psychologists of Kolkata: আগামী শনিবার রয়েছে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। সেখানেই আসতে চলছেন বিখ্যাত সব মনোবিদেরা।
কলকাতা: কয়েক আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ যায় বেহালার (Behala) দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের (Souronil Sarkar’s Death)। তাঁর মৃত্যুর পরেই শহরের পথ সুরক্ষা নিয়ে উঠে যায় একগুচ্ছ প্রশ্ন। প্রশ্ন ওঠে তিলোত্তমায় হকারদের দৌরাত্ম্য নিয়েও। ফুটপাতের জবরদখল সরাতে নতুন করে উদ্যোগী হয় কলকাতা পুরনিগম। এরইমধ্যে এবার বেহালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন পদক্ষেপ করতে চলেছে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুলকার চালকদের মনের উপর থেকে চাপ কমাতে নেওয়া হচ্ছে নতুন ব্যবস্থা।
আগামী শনিবার রয়েছে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। সেখানেই আসতে চলছেন শহরের বিখ্যাত মনোবিদেরা। চাপমুক্ত হয়ে কীভাবে চালকরা গাড়ি চালাবেন সে বিষয়ে দেওয়া হবে নানা পরামর্শ। নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত।
পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনায় গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারত। কিছুতেই কমছে না দুর্ঘটনার মাত্রা। দেশের রাস্তার হাল ফেরাতে, সঠিকভাবে যান চলচল নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন খড়গপুর আইআইটির ডঃ ভার্গব মৈত্র। শনিবার পুলকার চালকদের জন্য যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে ড্রাইভারদের সচেতনতার পাঠ দিতে চলেছেন তিনিও। থাকবেন কলকাতার পুলিশের ট্র্যাফিক বিভাগের শীর্ষ কর্তারাও। তাঁরা কথা বলবেন চালকদের সঙ্গে। তাঁরাও কথা কথা বলবেন চালকদের সঙ্গে। আগামী সকালে বিড়লা অ্যাকাডেমীতে হতে চলেছে এই সভা।