R G Kar: ভিডিয়ো: গায়ে অ্যাপ্রন, হাতে করাত! আর জি করের হস্টেলে আকস্মিক হানা প্রাক্তনীদের
R G Kar: প্রসঙ্গত, যাদবপুরে র্যাগিংকাণ্ডের পর হস্টেলের প্রাক্তনীদের প্রবেশাধিকার নিয়ে বিস্তর আলোচনা হয়। যাদবপুরের অভ্যন্তরীণ কমিটির তাদের রিপোর্টে স্পষ্ট করে দেয়, হস্টেলে প্রাক্তনীদের থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে।
কলকাতা: আরজি কর হাসপাতালের অধ্যক্ষ বদলকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, গভীর রাতে আরজি কর-এ করাত হাতে চড়াও হয় প্রাক্তনীরা। ঘটনাস্থলে পৌঁছয় আমর্হার্স্ট স্ট্রিট থানার পুলিশ। নতুন অধ্যক্ষকে সংবর্ধনায় সামিল ছিলেন পড়ুয়াদের একাংশ। কেন সংবর্ধনায় অংশ নেন পড়ুয়ারা? সেই প্রশ্ন তুলে গভীর রাতে হস্টেলে হামলা চালানোর অভিযোগ ওঠে প্রাক্তনীদের বিরুদ্ধে। সংবর্ধনায় যোগ দেওয়া পড়ুয়াদের হুমকি, শাসানি, ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে। মোবাইলে তোলা সেই ভিডিয়ো সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আতঙ্কিত প্রথম বর্ষের পড়ুয়াদের একাংশ। গোটা ঘটনা কর্তৃপক্ষকে জানান হস্টেল সুপার।
হস্টেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত দুটোর সময় ঢোকেন প্রাক্তনীরা। তাঁদের কারোর হাতে করাত ছিল বলে অভিযোগ। হস্টেলের গেটের তালা কেটে ঢুকবে বলে তাঁরা করাত নিয়ে এসেছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত ভোর পাঁচটার সময়ে হস্টেলের ভিতর ঢুকে নতুন অধ্যক্ষকে সংবর্ধনায় যোগদানকারী পড়ুয়াদের শাসানো হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, যাদবপুরে র্যাগিংকাণ্ডের পর হস্টেলের প্রাক্তনীদের প্রবেশাধিকার নিয়ে বিস্তর আলোচনা হয়। যাদবপুরের অভ্যন্তরীণ কমিটির তাদের রিপোর্টে স্পষ্ট করে দেয়, হস্টেলে প্রাক্তনীদের থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। যাদবপুর কাণ্ডেও কাঠগড়ায় ছিলেন প্রাক্তনীরাই। এরপর দেখা যায়, একটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কে হবেন, তা নিয়েও বিস্তর জলঘোলা। এখানেও দেখা যাচ্ছে, প্রাক্তনীরা করাত হাতে চড়াও হচ্ছেন হস্টেলে। অভিযোগ তেমনই। সেই ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, এক-একজনের গায়ে ডাক্তারের সবুজ অ্যাপ্রন রয়েছে। প্রশ্ন উঠছে, যাঁর গলায় থাকার কথা স্টেথোস্কোপ, তাঁর হাতেই কিনা করাত!
হস্টেল সুপার চিকিৎসক স্বপন মণ্ডল বলেন, “৮-১০ এসেছিল। জুনিয়রদের সঙ্গে উচ্চস্বরে কথা বলছিল বলে শুনেছিল। রাত এগারোটার পর হস্টেলে আর কেউ ঢুকতে যাতে না পারে, তার জন্য ব্যবস্থা নেব। তবে তার জন্য আমাকে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।”যদিও অভিযুক্তদের এখনও সে অর্থে চিহ্নিত করেনি হস্টেল কর্তৃপক্ষ।