R G Kar: ‘ভর্তি করতে পারেন, তবে ডাক্তার দেখবেন না…’ শ্বাসকষ্ট উঠেছে চরমে, মুখে অক্সিজেন মাস্ক নিয়ে আরজি করের দুয়ার থেকে ফিরতে হল রোগীকে
R G Kar: পরিবারের দাবি, চিকিৎসকদের সঙ্গে কথা বললে, তাঁরা জানান ভর্তি করে কোনও লাভ নেই, কারণ এখন হাসপাতালে কর্মবিরতি চলছে, পরিষেবা পাওয়া যাবে না। বাধ্য হয়েই ওই অবস্থাতেই মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে মনোয়ারা বিবিকে নিয়ে ফিরে গেলেন আরজি কর হাসপাতাল থেকে।
কলকাতা: আরজি করে চিকিৎসককে ধর্ষণ কর খুনের ঘটনায় সোমবার দেশ জুড়ে কর্মবিরতির পালন করছেন চিকিৎসকরা। তবে তাঁরা জরুরি পরিষেবা চালু রেখে কর্মবিরতিতে যাবেন বলে রবিবারই প্রেস মিট করে আশ্বস্ত করেছিলেন আরজিকর ও এসএসকএমের চিকিৎসকরা। জরুরি বিভাগ ছাড়া সব বিভাগই বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়ছেন হঠাৎ করে হাসপাতালে আসা রোগীরা। তাঁদের মধ্যে একজন বছর ষাটেকের মনোয়ারা বিবি। সোমবার সকালে প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বারাসতের বাসিন্দা মনোয়ারা বিবিকে আরজি কর হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু পরিবারের দাবি, তাঁকে হাসপাতালের তরফে ফিরিয়ে দেওয়া হয়।
পরিবারের দাবি, চিকিৎসকদের সঙ্গে কথা বললে, তাঁরা জানান ভর্তি করে কোনও লাভ নেই, কারণ এখন হাসপাতালে কর্মবিরতি চলছে, পরিষেবা পাওয়া যাবে না। বাধ্য হয়েই ওই অবস্থাতেই মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে মনোয়ারা বিবিকে নিয়ে ফিরে গেলেন আরজি কর হাসপাতাল থেকে। মনোয়ারার পরিবারের এক সদস্য বলেন, “আসলে হার্টের রোগী। আমরা নিয়ে এসেছিলাম। কিন্তু ভর্তি করার সময়ে বলা হয়, ভর্তি করাতে পারেন, কিন্তু ডাক্তার দেখতে আসছেন না। তাই ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ডাক্তারই যেখানে দেখবেন না, তাহলে রেখে কী লাভ!”
আন্দোলনকারী এক চিকিৎসক বলেন, “আমরা তো আমাদের দাবি স্পষ্ট করে দিয়েছি, আমাদের দাবি না মানা হলে আন্দোলন চলবে। সকাল থেকে সেরকম কোনও ক্রিটিক্যাল পেশেন্ট আসেননি। এমন কোনও রোগী আসলে, যাঁকে একেবারেই ফেরানো যাবে না, তাঁদের দেখা হচ্ছে। তবে কতক্ষণ করা সম্ভব হবে, বলা যাচ্ছে না।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)