Gurudas College: এবার র‌্যাগিংয়ের অভিযোগ গুরুদাস কলেজে, TMCP নেতার বিরুদ্ধে UGC-কে নালিশ কলেজেরই পড়ুয়ার

Gurudas College: জানা গিয়েছে, যিনি অভিযোগ করেছেন তিনি বিজ্ঞানের স্নাতকের ছাত্র। তাঁর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা জোর করে রাজনৈতিক সভায় নিতে যেতেন। কেউ না গেলে তাঁকে 'দেখে নেওয়ার' হুমকি পর্যন্ত দিতেন।

Gurudas College: এবার র‌্যাগিংয়ের অভিযোগ গুরুদাস কলেজে, TMCP নেতার বিরুদ্ধে UGC-কে নালিশ কলেজেরই পড়ুয়ার
সোহম চক্রবর্তী,TMCP ইউনিয়নের সাধারণ সম্পাদক Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 7:10 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের জেরে পড়ুয়া মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। এই বিতর্কের মধ্যেই আবার র‌্যাগিংয়ের অভিযোগ উঠল গুরুদাস কলেজে। গোটা ঘটনায় অভিযোগের তির গুরুদাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। UGC-র কাছে সরাসরি নালিশ জানিয়েছেন গুরুদাস কলেজেরই এক পড়ুয়া। সোমবার সকালেই র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই বিকেলে TMCP নেতার বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ দায়ের হওয়ায় জোর চাঞ্চল্য।

জানা গিয়েছে, যিনি অভিযোগ করেছেন তিনি বিজ্ঞানের স্নাতকের ছাত্র। তাঁর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা জোর করে রাজনৈতিক সভায় নিতে যেতেন। কেউ না গেলে তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি পর্যন্ত দিতেন। এমনকী রেজিস্ট্রেশন বাতিলেরও হুমকি দেওয়া হত বলে অভিযোগ। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষকে সরাসরি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে ইউজিসি। সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে কলেজ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গুরুদাস কলেজের TMCP-এর দায়িত্বে সোহম। ওয়ার্ডেও তৃণমূলের পদে রয়েছেন তিনি। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়েছেন সোহম। তিনি বলেছেন, “আমাদের বদনাম করার চেষ্টা। আমাদের অ্যান্টি র‌্যাগিং কমিটি ইতিমধ্যেই কলেজের বিভিন্ন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা সোচ্চারও হয়েছে। সবটাই মিথ্যে অভিযোগ করা হয়েছে।” কলেজের অধ্যক্ষ মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, “ইউজিসি আমাদের কাছে একটি অভিযোগ করেছে। সেই ভিত্তিতি আমরা ফুলবাগান থানায় গিয়েছি।”

সোমবারই তৃণমূল ছাত্র যুবর দিবসের সভায় র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “আমাদের সরকার র‍্যাগিং-এর হেল্পলাইন চালু করেছে। আমাদের লক্ষ্য র‍্যাগিং মুক্ত কলেজ-বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাবোই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এরাজ্যে আর কোন পড়ুয়ার প্রাণ যাবে না।” সকালে নেতার এই বক্তৃতার পর বিকেলেই থানায় দায়ের হল অভিযোগ।

ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এসএফআই-এর সৃজন ভট্টাচার্য বলেন, “গুরুদাস কলেজের ঘটনায় একেবারেই বিস্মিত নই। একটু গুঁতো দিলে এই রকম গুচ্ছ গুচ্ছ গুরুদাস কলেজ আর আট বছরের জিএস বেরিয়ে আসবে।”