Rahul Sinha: ‘যারা দোষী তাদেরই হাত নেই তো?’, লালনের মৃত্যুতে বিস্ফোরক রাহুল সিনহা
BJP Leader Rahul Sinha: লালনের মৃত্যুতে সিবিআইয়ের (CBI) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভে বসেন বগটুই গ্রামের লোকজন।
কলকাতা: বগটুইকাণ্ডে (Bagtui Massacre) অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে। এই ঘটনার পর থেকেই উত্তাল এলাকা। লালনের মৃত্যুতে সিবিআইয়ের (CBI) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভে বসেন বগটুই গ্রামের লোকজন। বিক্ষোভে শামিল হন লালনের পরিবারের লোকেরাও। পাশাপাশি বগটুইকাণ্ডে এখনও অবধি যাঁরা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন, তাঁদের বাড়ির লোকেরাও এই অস্থায়ী ক্যাম্পের সামনে প্রতিবাদ দেখান। এই পরিস্থিতিতে আজ চণ্ডীগড় যাওয়ার পথে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে রাহুল সিনহা লালনের মৃত্যু নিয়ে বলেন, “লালন শেখের মৃত্যু রহস্যজনক অবশ্যই। যদিও সিবিআই জানিয়েছে যে লালন শেখ আত্মহত্যা করেছে। বিষয়টি সিবিআই উচ্চ পদস্থ আধিকারিকরা তদন্ত করবেন। তবে দেখতে হবে যারা দোষী এই কাণ্ডের পিছনে তাদের কোনও হাত রয়েছে কি না। সুতরাং বিষয়টি নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে।”
গতকালের ঘটনার পর থেকেই বারংবার লালন শেখের স্ত্রী ও তাঁর পরিবার খুনের দাবি করে আসছেন। সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “অভিযোগ করতেই পারেন। তবে তদন্তে যেটা বেরোবে সেটাই হবে। সবটাই আদালতের বিচার করবে।”
এখানেই শেষ নয় এরপর তৃণমূলকে আক্রমণ করে রাহুল সিনহা বলেন, “তৃণমূল এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। বর্তমানে তৃণমূলের হাতে কিছু নেই। কারণ একটা জিনিস বুঝতে হবে লালন শেখও ওই খুনের মামলায় জড়িত আসামী। আর যারা জেলখানায় রয়েছে তারাও ওই খুনের মামলার আসামী। এর থেকে একটা জিনিস পরিস্কার তৃণমূল আসামীদের জন্য আন্দোলন করে, আসামীদের জন্য লড়াই করে কিন্তু যারা খুন হয়েছে তাদের জন্য লড়াই করে না।”