Kolkata Metro: অতিরিক্ত স্টপেজের কথা আগেই জানিয়েছে রেল, এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে মেট্রো
Kolkata Metro: মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক সহ স্কুল স্তরের অন্যান্য পরীক্ষার জন্য মেট্রোর তরফে বিশেষ পরিষেবার ঘোষণা করা হল। পরীক্ষার দিনগুলিতে শনিবার সকাল ৮:২০ মিনিট থেকে ৯ টার মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে।
কলকাতা: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে ২১টি লোকাল ট্রেন বেশ কয়েকটি হল্ট স্টেশনে থামবে। যেগুলিতে সাধারণত ট্রেনগুলি দাঁড়ায় না। কয়েকদিন আগেই বিবৃতি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাঝের আট দিন পাওয়া যাবে এই পরিষেবা। শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি। অন্যদিকে বারাসত-বনগাঁ সেকশনে সানহাটি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে ২১টি লোকাল ট্রেন। এবার পরীক্ষার আগে সুখবর শোনাচ্ছে কলকাতা মেট্রোও।
মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক সহ স্কুল স্তরের অন্যান্য পরীক্ষার জন্য মেট্রোর তরফে বিশেষ পরিষেবার ঘোষণা করা হল। পরীক্ষার দিনগুলিতে শনিবার সকাল ৮:২০ মিনিট থেকে ৯ টার মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। আবার দুপুরে ১টা থেকে ২ টোর মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। শনিবার দিন মেট্রো সংখ্যায় অনেকটাই কম থাকে। কিন্তু, পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন সপ্তাহের বাকি দিনগুলিতে দুটি মেট্রো মাঝখানের সময়ের ব্যবধান কমিয়ে আনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। অন্যদিকে শনিবারই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্কুলে যাবেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সূত্রের খবর, প্রথমে যাবেন পদ্মপুকুর ইনস্টিটিউশন। তারপরে যাবেন ইউনাইটেড মিশনারী গার্লস হাইস্কুলে।