Weather Forecast in Bengal: উধাও ঠান্ডা, শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা
Weather Forecast in Bengal: বৃহস্পতিবার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া মোটের উপর শুষ্কই রয়েছে বাংলায়। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পারাপতন দেখতে পাওয়া যাবে না। তবে ৭ তারিখের পর থেকে ফের রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা থেকে মেঘাচ্ছন্ন। ৩ নভেম্বর ও ৩ নভেম্বর শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা খেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রে উপকূল লাগোয়া এলাকায় একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সে কারণেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।
তবে বৃহস্পতিবার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া মোটের উপর শুষ্কই রয়েছে বাংলায়। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পারাপতন দেখতে পাওয়া যাবে না। তবে ৭ তারিখের পর থেকে ফের রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই কদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে শীতের আমেজ থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী ৭২ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টি সেভাবে হবে না। ৬ তারিখ থেকে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা অনেকটাই নামতে পারে। ৬ তারিখের পর দক্ষিণবঙ্গেও পুবালি হাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার সকালে সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৫৪ থেকে ৯৪ শতাংশের আশেপাশে।