Durga Puja Weather: পুজোর মুখে জোড়া নিম্নচাপ, কলকাতা-সহ ৭ জেলায় খুব বৃষ্টির পূর্বাভাস

Durga Puja Weather: পুজোর মুখে জোড়া নিম্নচাপ। তবে পুজোয় অসুর হবে না নিম্নচাপ। পুজোয় দুর্যোগের ভয় নেই বাংলায়। মোটের উপর বৃষ্টিতে পুজো মাটি হওয়ার আশঙ্কা নেই। তবে নবমী-দশমী মেঘলা হতে পারে আকাশ। কলকাতা-সহ ৭ জেলায় খুব হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে মৌসম ভবনের তরফে।

Durga Puja Weather: পুজোর মুখে জোড়া নিম্নচাপ, কলকাতা-সহ ৭ জেলায় খুব বৃষ্টির পূর্বাভাস
কী বলছে হাওয়া অফিস ? Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 6:10 PM

কলকাতা: কয়েকদিন আগেই প্রবল বৃষ্টি, হড়পা বানে দফায় দফায় বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ। তছনছ হয়ে গিয়েছে সিকিম। মৃত্যুও হয়েছে বহু মানুষের। একটানা বৃষ্টি দেখা গিয়েছিল দক্ষিণেও। তবে বিগত কয়েকদিন ধরে আর মুখ ভার নেই আকাশের। দেখা মিলছে রোদের। কিন্তু, কবে বিদায় নিয়ে বর্ষা তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। এদিনই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। বর্ষা-বিদায়ের তালিকায় রয়েছে উত্তরের কিছু জেলাও। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে পুজো কী নষ্ট করবে বর্ষাসুর? এই প্রশ্নই পাক খাচ্ছে আম-আদমির মনে। এ ক্ষেত্রে এদিন ফের খানিকটা আশার খবর শুনিয়েছে মৌসম ভবন।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পুজোয় দুর্যোগের বিশেষ আশঙ্কা নেই বাংলায়। অষ্টমী পর্যন্ত ঝকঝকে থাকবে আকাশ। তবে নবমী-দশমী আকাশে মেঘ ঢুকতে পারে। কলকাতা-সহ ৭ জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। তাতে পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা নেই বলেই মত আবহাওয়াবিদদের। তবে মৌসম ভবনের তরফে এও জানানো হয়েছে, পুজোর মুখে জোড়া নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। 

একটি নিম্নচাপের পূর্বাভাস আরব সাগরে। অন্য নিম্নচাপের ইঙ্গিত বঙ্গোপসাগরে। তবে আশার কথা এই যে নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ যাবে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ুর দিকে। ফলে বাংলায় দুর্যোগের কোনও আশঙ্কা নেই বলেই মত আবহাওয়াবিদদের।