Durga Puja Weather: অষ্টমীর মধ্যেই দেখে নিন ঠাকুর, নবমী দশমীতে হাওয়া অফিসের অন্য পূর্বাভাস
Weather: এর প্রভাবেই ভিজতে পারে পুজোর বাংলা। তবে নবমী-দশমীতে হালকা বৃষ্টিই হবে। কলকাতা-সহ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দু'দিন। তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি। তবে দশমীর পর থেকে বাড়তে পারে বৃষ্টি।
কলকাতা: এবার কার্তিকে দুর্গাপুজো। হেমন্তের ছোঁয়া ইতিমধ্যেই প্রকৃতির আনাচে কানাচে। কলকাতায় সকালের দিকে বেশ কিছুটা নামছে পারদ। আবার বিকালের পর থেকেও সেই ছবি। এবার পুজো শুরুর আগে থেকেই পুজোর প্যান্ডেলে ভিড়। ভয়, যদি পুজোর ঘোরা মাটি হয়! হাওয়া অফিস বলছে, অষ্টমী অবধি সে সম্ভাবনা নেই। তবে নবমীতে ঘুরতে পারে হাওয়া। নেপথ্যে নিম্নচাপ।
আরব সাগরে ইতিমধ্যেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম ‘তেজ’। ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ওমান-ইয়েমেনের দিকে এগোবে। যদিও এর প্রভাব এ দেশের উপকূলে পড়বে না। তবে দোসর আছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে।
এর প্রভাবেই ভিজতে পারে পুজোর বাংলা। তবে নবমী-দশমীতে হালকা বৃষ্টিই হবে। কলকাতা-সহ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দু’দিন। তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি। তবে দশমীর পর থেকে বাড়তে পারে বৃষ্টি। একাদশীতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই মনে হচ্ছে। এই নিম্নচাপের গন্তব্য বাংলা লাগোয়া বাংলাদেশ উপকূল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
প্রায় প্রতি বছরই বৃষ্টিতে ভেজে পুজোর বাংলা। গত ২-৩ বছর ধরে ছাতা হাতেই প্যান্ডেলে, প্যান্ডেলে লাইন দিতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। এক একটি পুজো মণ্ডপে পর্যন্ত জল দাঁড়িয়ে যায়। ভাগ্য ভাল এবার সে ছবি দেখতে হচ্ছে না। অন্তত অষ্টমী পর্যন্ত তো নয়ই। বাকি দু’দিন বৃষ্টি হলেও তা খুবই সামান্য হওয়ার সম্ভাবনা। বরং হেমন্তের উপস্থিতিই বেশি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯১ শতাংশ।