Partha Chatterjee: সার্চ ওয়ারেন্ট ইস্যুর এক্তিয়ারই ছিল না সংশ্লিষ্ট ED অফিসারের, পার্থর মামলায় দাবি ইডির প্রাক্তন আইনজীবীর

Partha Chatterjee: পার্থর আইনজীবীর দাবি, গত ২২ জুলাই তাঁর মক্কেলের বাড়িতে ইডি গিয়েছিল। কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই ইডির অফিসাররা পার্থর বাড়িতে গিয়েছিলেন। ৩২ ঘণ্টা পরে সেই ওয়ারেন্ট দিয়েছিল।

Partha Chatterjee: সার্চ ওয়ারেন্ট ইস্যুর এক্তিয়ারই ছিল না সংশ্লিষ্ট ED অফিসারের, পার্থর মামলায় দাবি ইডির প্রাক্তন আইনজীবীর
পার্থ চট্টোপাধ্যায়Image Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 7:46 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায় জামিন পেতে মরিয়া হয়ে উঠেছেন। প্রায় এক বছর হতে চলল গ্রেফতার হয়েছেন। কিন্তু এখনও জামিন মেলেনি। বৃহস্পতিবার আবার আদালতে শুনানি ছিল পার্থর জামিন মামলার। আজ দিল্লি থেকে ইডির প্রাক্তন আইনজীবী আর সামসুদ্দিনকে নিয়ে আসা হয়েছে পার্থর জামিন মামলার শুনানির জন্য। পার্থর আইনজীবীর দাবি, গত ২২ জুলাই তাঁর মক্কেলের বাড়িতে ইডি গিয়েছিল। কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই ইডির অফিসাররা পার্থর বাড়িতে গিয়েছিলেন। ৩২ ঘণ্টা পরে সেই ওয়ারেন্ট দিয়েছিল।

পার্থর আইনজীবীর আরও দাবি, ৩২ ঘণ্টা কেটে যাওয়ার পর যে সার্চ ওয়ারেন্ট পার্থকে ধরানো হয়েছিল, সেটি ইস্যু করেছিলেন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর। কিন্তু এই পদমর্যাদার কোনও অফিসারের সার্চ ওয়ারেন্ট দেওয়ার ক্ষমতাই নেই বলে দাবি পার্থর আইনজীবী আর সামসুদ্দিনের। তিনি আরও বলেন, পার্থর বাড়ি থেকে যে অ্যাডমিট কার্ড উদ্ধার হওয়ার কথা বলা হচ্ছে, সেটিও তাঁর মক্কেলকে দেখানো হয়নি। ফলে সেই অ্যাডমিট কার্ড যে বাইরে থেকে আনা হয়নি, তার গ্যারান্টী কি আছে? পার্থর মনে এমন সন্দেহ তৈরি হয়েছে বলেও জানান আইনজীবী।

আগামী সপ্তাহে বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। সেদিন ইডির তরফে পাল্টা বক্তব্য জানানো হবে। তবে জামিন পেতে মরিয়া পার্থর এভাবে ইডির প্রাক্তন আইনজীবীকে ডেকে নিয়ে আসা মামলায় কতটা প্রভাব ফেলে সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের। ইডির খুঁটিনাটি বিষয়ে ওয়াকিবহাল, পোড় খাওয়া আইনজীবী কি পারবেন পার্থকে জামিন পাইয়ে দিতে? সেই দিকেই নজর সকলের। উল্লেখ্য, এর আগে একাধিকবার জামিনের জন্য আবেদন করেছেন পার্থ। কিন্তু প্রভাবশালী তত্ত্বে বার বার তা বিগড়ে গিয়েছে। তার উপর আবার জেলবন্দি পার্থর আংটি কাণ্ডও রয়েছে। এমন অবস্থায় আগামী সপ্তাহের শুনানিতে মামলার গতিবিধি কোন দিকে মোড় নেয়, সেই দিকে নজর থাকছে সকলের।