Railway: ৩ দিন চক্ররেল পরিষেবায় কাটছাঁট, জেনে নিন কোন ট্রেন কোথায় যাবে…
Railway: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই তিনদিন তিনটি ইএমইউ লোকাল (৩০৩১২, ৩০৩১৪ এবং ৩০১২২) কলকাতা স্টেশনের পর আর যাবে না। আবার তিনটি লোকাল (৩০৩৩১, ৩০১১১ এবং ৩০৩১৩) কলকাতা স্টেশন থেকে ছাড়বে।

কলকাতা: সোমবার থেকে ৩ দিন চক্ররেলে চেপে কোথাও যাওয়ার কথা ভেবেছেন? তাহলে ট্রেনের সময়সূচি দেখে স্টেশনে আসবেন। কারণ, সরস্বতী পুজোর নিরঞ্জনের জন্য চক্ররেল পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে ওই তিনদিন। রাজ্য সরকারের অনুরোধ মেনে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একাধিক ট্রেনের রুটও বদলানো হচ্ছে। আগামী ৩, ৪ এবং ৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত চক্ররেল পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই তিনদিন তিনটি ইএমইউ লোকাল (৩০৩১২, ৩০৩১৪ এবং ৩০১২২) কলকাতা স্টেশনের পর আর যাবে না। আবার তিনটি লোকাল (৩০৩৩১, ৩০১১১ এবং ৩০৩১৩) কলকাতা স্টেশন থেকে ছাড়বে। এছাড়া একজোড়া লোকাল (৩০১৫৪ এবং ৩০১২৩) চক্ররেলের রুটে না গিয়ে শিয়ালদহ (উত্তর) স্টেশনে যাবে।
সরস্বতী প্রতিমার নিরঞ্জনের জন্য আরও একাধিক ট্রেনের যাত্রাপথ বদলানো হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চক্ররেলের একজোড়া লোকাল (৩০৭১১ এবং ৩০৫৫২) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। চক্ররেলের একটি লোকালের (৩০১১২) যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। আবার চক্ররেলের একটি লোকাল (৩০৩১৭) বালিগঞ্জ ও কাঁকুড়গাছির মধ্যে যাতায়াত করবে।
চক্ররেলের দুটি লোকাল (৩০৪১৬ ও ৩০৪৫১) এই তিনদিন বাতিল থাকবে। চক্ররেল রুটের একটি লোকাল (৩০৩৩২) কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাট যাবে। শিয়ালদহ থেকে বারুইপুরগামী একটি স্পেশাল ট্রেন শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ছাড়বে।