Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandip Ghosh: ফাইল হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সন্দীপ ঘোষ, যাওয়ার আগে বলে গেলেন…

Sandip Ghosh: শুক্রবার মাঝরাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে। সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। শনিবার সকালে ফের বাড়ি থেকে বেরতে দেখা গেল তাঁকে।

Sandip Ghosh: ফাইল হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সন্দীপ ঘোষ, যাওয়ার আগে বলে গেলেন...
সন্দীপ ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 10:24 AM

কলকাতা: সকাল ১০টার কিছু আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল, শুক্রবার সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। শনিবার ফের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি। এদিন তাঁর হাতে দেখা গেল একটি ফাইল। বাড়ির গেটে তালা লাগিয়ে গাড়িতে ওঠেন তিনি। তার আগে কথা বললেন সংবাদমাধ্যমের সামনে।

গাড়িতে ওঠার আগে সংবাদমাধ্যমকে এগিয়ে যেতে দেখে সন্দীপ ঘোষ বলেন, “আমি সিজিও-তেই যাচ্ছি। কোনও মিথ্যা তথ্য ছড়াবেন না।” তিনি আরও বলেন, “প্রথম কথা, আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি। দ্বিতীয় কথা, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিষয়টার তদন্ত চলছে, তাই আমি কিছু বলতে পারব না। আপনাদের কাছে শুধু অনুরোধ, প্লিজ গুজব ছড়াবেন না।” একই সঙ্গে তিনি জানান, অভিযুক্তের সঙ্গে বৈঠক করেছেন বলে যে অভিযোগ সামনে আসছে, তা ঠিক নয়।

শুক্রবার মাঝপথ থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই। বেশ কয়েক ঘণ্টা ধরে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। গত ৮ অগস্ট রাতে যখন তিলোত্তমার মৃত্যুর ঘটনা ঘটে, তখন ওই আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তাই ওই দিন রাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেই মনে করছেন তদন্তকারীরা।

তবে শুধু সন্দীপ ঘোষকে নয়, ওইদিন রাতে যাঁরা কর্তব্যরত ছিলেন, সেই কর্মী, নার্সদেরও তলব করা হয়েছে। রেজিস্টার দেখে সিবিআই খুঁজে বের করেছে, কারা ছিলেন হাসপাতালে।