Anupam Hazra: ‘পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষা?’, অনুপম হাজরার নিশানায় কে?

BJP: রাজনৈতিক মহলের মতে, অনুপম হাজরা মুখে যাই বলুন না কেন, আসলে দলের একাংশকেই এই প্রশ্নবাণে বিঁধতে চেয়েছেন এই বিজেপি নেতা। সূত্রের খবর, এতদিন অনুপম ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তবে সম্প্রতি তা তুলে নেওয়া হয়েছে। কেন তা তোলা হল তা নিয়ে নানা মহলে নানা কথা ঘুরছে।

Anupam Hazra: 'পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষা?', অনুপম হাজরার নিশানায় কে?
ফের বিস্ফোরক অনুপম হাজরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 8:28 PM

কলকাতা: গত কয়েকদিনে একাধিক ইস্যুতে সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। স্বভাবতই দল নিয়ে অনুপমের একাধিক মন্তব্য বিড়ম্বনা বাড়িয়েছে দলের অন্দরেই। তবে অনুপমেরও দাবি, সংগঠনের অন্দরে যারা স্বার্থ নিয়ে ঘুরবে, তাদের সামনে আনলে আখেরে দলেরই লাভ। শনিবার আরও একবার অনুপমের সোশ্যাল-পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা। এদিন অনুপম লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, যারা রাজনীতি করেন (সে যে দলেরই সদস্য হোক না কেন) – তাদের কাছে আমার দুটি প্রশ্ন রইলো। ১. দলের কোণঠাসাদের উজ্জীবিত করা যে কোনও পার্টির পক্ষে ক্ষতিকারক? ২. তাহলে কি পার্টিকে বিক্রি করে নিজের পকেট গরম করাটা বা পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে। আর এটা নিয়ে আওয়াজ তুললেই শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায়?’

রাজনৈতিক মহলের মতে, অনুপম হাজরা মুখে যাই বলুন না কেন, আসলে দলের একাংশকেই এই প্রশ্নবাণে বিঁধতে চেয়েছেন। সূত্রের খবর, এতদিন অনুপম ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তবে সম্প্রতি তা তুলে নেওয়া হয়েছে। কেন তা তোলা হল তা নিয়ে নানা মহলে নানা কথা ঘুরছে।

একাংশের দাবি, বিজেপিতে থেকে বারবার দলের একাংশের বিরুদ্ধে অনুপমের সরব হওয়ায় দলকেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিষয়টি দলও ভালভাবে নিচ্ছে না। তারই একটা অঙ্গ হিসাবে নিরাপত্তা কমানোর বিষয়টি হতে পারে। যদিও অনুপম হাজরার দাবি একেবারে উল্টো।

সোশ্যাল মিডিয়াতেই অনুপম লিখেছিলেন, ‘সিকিউরিটি তুলে নেওয়া হল নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, সেটাও ভালভাবে জেনে খবরটা করা দরকার। আর কিসের কিসের জন্য অনুরোধ করেছি সময় বলবে। অনেক খেলা বাকি আছে।’

তবে অনুপমের এদিনের পোস্ট প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এ নিয়ে যা বলার আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলবেন। যদি বলতে চান আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলবেন।”