Higher Secondary Exam: তৈরি হচ্ছে সাব কমিটি, ঠিক কোন পথে বদলাতে চলেছে উচ্চমাধ্যমিকের সিলেবাস?

Higher Secondary Exam: জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে ভাল ফল করতে পারেন বাংলার পড়ুয়ারা সে কথা মাথায় রেখেও বেশ কিছু বদল আসবে বলে জানা যাচ্ছে। এর জন্য বিষয়ভিত্তিকভাবে একটি করে সাব কমিটিও তৈরি হয়েছে বলে খবর। তাতে থাকছেন ৪ জন করে সদস্য।

Higher Secondary Exam: তৈরি হচ্ছে সাব কমিটি, ঠিক কোন পথে বদলাতে চলেছে উচ্চমাধ্যমিকের সিলেবাস?
সাংবাদিক বৈঠকে চিরঞ্জীব ভট্টাচার্য, প্রিয়দর্শিনী মল্লিকImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 8:21 PM

কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকেই বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের (HS Exam) সিলেবাস। এ নিয়েই রূপরেখা চূড়ান্ত করতে এদিন দুপুর ১টা থেকে বড় বৈঠক বসেছিল উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের বিদ্য়াসাগর ভবনে। উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা। ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৈঠকে শেষে সাংবাদিক বৈঠকও করলেন তিনি। সঙ্গে ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকও। সাফ জানানো হল সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই বদলাবে উচ্চমাধ্যমিকে পাঠক্রম। আগামী শিক্ষাবর্ষ থেকেই ৪৭টি বিষয়ের সিলেবাস বদলে যেতে চলেছে। 

জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে ভাল ফল করতে পারেন বাংলার পড়ুয়ারা সে কথা মাথায় রেখেও বেশ কিছু বদল আসবে বলে জানা যাচ্ছে। এর জন্য বিষয়ভিত্তিকভাবে একটি করে সাব কমিটিও তৈরি হয়েছে বলে খবর। তাতে থাকছেন ৪ জন করে সদস্য। এদিন সাংবাদিক বৈঠকে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “২০১২-১৩ শিক্ষাবর্ষে শেষ সিলেবাস বদল হয়েছিল। বর্তমানে যে সিলেবাস চলছে সেটা সেই সময় চালু হয়েছিল। কোভিডের জন্যই বদলের কাজটা পিছিয়ে যায়। সিবিএসই তো প্রায় প্রতি বছরই সিলেবাস রিভিশন চলে। এবার আমরাও এই কাজে হাত দিয়েছে। আমাদের মোট ৬০টি বিষয় রয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ও ডেটা সায়েন্স যুক্ত হয়েছে। এই তালিকায় মোট ১৩টি ভোকেশনাল সাবজেক্ট আছে। এই ১৩টা সাবজেক্ট বাদ দিলে ৪৯টি।”

এরপরই সিলেবাস বদল নিয়ে সরাসরি বলেন, “নতুন দু’টি বিষয় ছাড়া ৪৭টি বিষয়ের সিলেবাস রিভিশন হবে বলে ঠিক হয়েছে। প্রতি সাবজেক্টের জন্য সাব কমিটি তৈরি হয়েছে। কমিটিতে একজন করে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একজন কলেজের ও স্কুল থেকে ২ জন থাকবে। ১০-১২ টা গুরুত্বপূর্ণ সাবজেক্টের ক্ষেত্রে সিবিএসই-র প্রতিনিধিরাও থাকছেন। জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির কথা মাথায় রেখেই এটা ঠিক হয়েছে।” সংসদ সূত্রে খবর, ২০২৪ -২৫ শিক্ষাবর্ষ থেকেই দেখা যাবে সামগ্রিক বদল।