Road Accident: স্কুলের সামনেই গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই স্কুল পড়ুয়া সহ ৪, উত্তেজনা যশোর রোডে
অভিভাবকদের অভিযোগ, সকালে স্কুলে প্রবেশের সময় ট্রাফিক পুলিশ থাকলেও ছুটির সময় পুলিশ থাকে না। তার জেরেই এদিনের দুর্ঘটনা।
কলকাতা: দমদম-নাগেরবাজার সংলগ্ন যশোর রোডে পথ দুর্ঘটনায় আহত হয়েছে দুই স্কুল পড়ুয়া সহ ৪ জন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় উত্তজনা ছড়িয়েছে যশোর রোডে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম-নাগেরবাজার সংলগ্ন যশোর রোডের ধারে ক্লাইভ হাউস মোড়ে একটি চারচাকা গাড়ির ধাক্কায় দুই স্কুল পড়ুয়া সহ তাদের অভিভাবকেরা গুরুতর আহত হয়েছেন। তৃতীয় শ্রেণির ওই দুই পড়ুয়ার নাম অন্বেষা জানা ও সানসিয়া ঢালি। দুজনেরই মা আহত হয়েছেন। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশোর রোডের ধারে ক্লাইভ হাউস মোড়ের অদূরে একটি বেসরকারি স্কুল রয়েছে। এদিন দুপুরে স্কুল ছুটি হওয়ার সময় সেখানকার পড়ুয়ারা যখন রাস্তায় বেরিয়ে আসে, তখনই দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি সজোরে দুই পড়ুয়া ও তাদের মায়েদের ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অন্যান্য অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। অন্যরা গাড়িটিকেও আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। তারপর স্থানীয় বাসিন্দা ও অন্যান্য অভিভাবকের সাহায্যে পুলিশ আহত দুই ছাত্রী সহ ৪ জনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাঁদের অবস্থআ গুরুতর বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অন্যদিকে, এদিনের দুর্ঘটনার জন্য পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন স্কুল পড়ুয়াদের অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। স্কুল ছুটির সময় কেন ব্যস্ততম ক্লাইভ মোড়ে ট্রাফিক পুলিশ থাকে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে ক্লাইভ মোড় সংলগ্ন এই বেসরকারি স্কুলেরই এক পড়ুয়া পথ দুর্ঘটনার শিকার হয়। ক্লাইভ মোড়েই গাড়ির ধাক্কায় ওই পড়ুয়ার মৃত্যু হয়। ঘটনার পর তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যার জেরে প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত হয়, স্কুল ছুটি এবং স্কুলে প্রবেশের সময় ব্যস্ততম ক্লাইভ মোড়ে ট্রাফিক পুলিশ থাকবে। কিন্তু, অভিভাবকদের অভিযোগ, সকালে স্কুলে প্রবেশের সময় ট্রাফিক পুলিশ থাকলেও ছুটির সময় পুলিশ থাকে না। তার জেরেই এদিনের দুর্ঘটনা। স্কুলের সামনে ব্যস্ততম মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনেরও দাবি তুলেছেন অভিভাবকেরা।