Arijit Singh: অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্টের দিন-স্থান চূড়ান্ত, কোথায় হচ্ছে ও টিকিদের দাম জানুন
দেশ-বিদেশের মতো কলকাতা শহরেও অরিজিৎ সিংয়ের অনুরাগীর অন্ত নেই। তাই দীর্ঘ টালবাহানার পরেও কনসার্টের আয়োজন হল অবশেষে।
কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অনুমতি মিলল অবশেষে। বিশিষ্ট গায়ক অরিজিৎ সিংয়ের কনসার্ট হচ্ছে কলকাতায়। তবে চলতি মাসে নয়, আগামী ১৮ ফেব্রুয়ারি শহরে কনসার্ট করবেন অরিজিৎ। এখন থেকেই অরিজিতের কনসার্টের টিকিট বুকিং করা যাবে। পেটিএম ইনসাইডারের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
কলকাতার কোথায় হবে অরিজিতের কনসার্ট? জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি একদিনের সফরে শহরে আসছেন অরিজিৎ সিং। সেদিনই কলকাতায় কনসার্ট করবেন তিনি। কলকাতার অ্যাকোয়াটিকায় অরিজিতের কনসার্টের আয়োজন করা হচ্ছে। ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই অ্যাকোয়াটিকার খোলা মঞ্চে অরিজিতের শোয়ের আয়োজন করা হচ্ছে বলে সূত্রের খবর। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অরিজিতের কনসার্ট শুরু। এখন থেকেই শোয়ের টিকিট বুকিং করা যাবে।
অরিজিতের কনসার্টের টিকিটের দাম কত? দেশ-বিদেশের মতো কলকাতা শহরেও অরিজিৎ সিংয়ের অনুরাগীর অন্ত নেই। তাই দীর্ঘ টালবাহানার পরেও কনসার্টের আয়োজন হল অবশেষে। তাই এই কনসার্টের টিকিটের দামও যথেষ্ট। দিল্লির শোয়ের মতোই অরিজিতের কলকাতা কনসার্টের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে সাড়ে ৩ হাজার টাকা।
প্রসঙ্গত, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে শো চলাকালীন শারীরিক অস্বস্তি বোধ করেছিলেন বিশিষ্ট গায়ক কে.কে। তারপর শো শেষে হোটেলে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় অনুষ্ঠান উদ্যোক্তা সহ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। নজরুল মঞ্চে ব্যবস্থাপনা ঠিক না থাকা এবং অতিরিক্ত ভিড়ের জন্যই কে.কে অসুস্থ হয়ে পড়েন এবং তার জেরেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে অরিজিৎ সিংয়ের কলকাতায় লাইভ শো করানো নিয়ে টালবাহানা শুরু হয়। নিউ টাউনের ইকো পার্কে প্রথমে অরিজিতের শোয়ের স্থান স্থির হলেও পরে তা বাতিল করে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে ১৭ একর স্থান বিশিষ্ট অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কেই অরিজিতের কনসার্টের স্থান চূড়ান্ত করা হল। এখানে একসঙ্গে কমপক্ষে ১০ হাজার দর্শক জমায়েত হতে পারবেন এবং বিপুল সংখ্যক গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠান উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ-প্রশাসনের কর্তাদের দীর্ঘ আলোচনার পরেই অরিজিতের কনসার্টের এই স্থান চূড়ান্ত করা হল বলে সূত্রের খবর।