Madhyamik 2023: বদলে গেল মাধ্যমিকের সূচি, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

Madhyamik 2023: ২৭ ফ্রেব্রুয়ারি রাজ্যের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বুধবারই এই বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন।

Madhyamik 2023: বদলে গেল মাধ্যমিকের সূচি, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের
মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 8:19 PM

কলকাতা: মাধ্যমিকের (Madhyamik 2023) পরীক্ষার সূচিতে বদল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২৭ ফেব্রুয়ারি যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা ১ মার্চ ২০২৩ হবে। ২৭ ফ্রেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বুধবারই এই বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন। এরপরই এদিন বিজ্ঞপ্তি দিল পর্ষদ। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, একটি পরীক্ষার দিন বদল করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে দেখা যাচ্ছে মাধ্যমিকের পরীক্ষার দিন ভোট। নির্বাচনের দিনের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন এক হয়ে যাচ্ছে। জনস্বার্থের কথা চিন্তা করে ২০২৩ সালের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। ২৭ তারিখের বদলে ১ মার্চ পরীক্ষা নেওয়া হবে। তবে তারিখ বদল হলেও পরীক্ষার সময় ও স্থানে কোনও বদল হবে না। একইসঙ্গে পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার বাকি নির্ঘণ্টে কোনও বদল নেই।

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে পর পর তিন বছর বিধায়ক নির্বাচিত হন সুব্রত সাহা। তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন। ২০১১ সালে অধীর চৌধুরীর মুর্শিদাবাদ জেলায় একটি মাত্র বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হয়। একমাত্র তৃণমূল বিধায়ক ছিলেন সুব্রত সাহা। এরপর ২০১৬, ২০২১ সালেও দলের প্রতীকে জয়ী হন তিনি। গত ২৯ ডিসেম্বর সেই সুব্রত সাহার মৃত্যু হয়। তাঁর বিধানসভা কেন্দ্রেই ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন। ২ মার্চ ফল ঘোষণা। সাগরদিঘি-সহ দেশের মোট ৬টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি এদিনই উপনির্বাচন হবে একটি লোকসভা কেন্দ্রেও।

এই উপনির্বাচনের জন্যই ২৭ ফেব্রুয়ারির পরীক্ষার সূচিতে বদল করা হল। এবার ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষা। ২ মার্চ অঙ্ক পরীক্ষা। ৩ মার্চ ভৌত বিজ্ঞান পরীক্ষা। ১ মার্চ ইতিহাস পরীক্ষা। ৪ মার্চ ঐচ্ছিক বিষয়।