মাকে দেখতে ‘ছাড়া’ পেলেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু
Rose Valley Case: শুক্রবার ৭ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন ২০১৫ সাল থেকে জেলে থাকা ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার কর্তা গৌতম।
কলকাতা: অন্তর্বর্তী জামিন পেলেন রোজ ভ্যালি (Rose Valley) দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া গৌতম কুণ্ডু (Gautam Kundu)। শুক্রবার ২০১৫ সাল থেকে জেলে থাকা ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার কর্তা গৌতমকে৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।
জানা গিয়েছে, মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন রোজ ভ্যালি কর্তা। তাছাড়া করোনার কারণে আপাতত তাঁকে অন্তর্বতী জামিন দেওয়া হোক, এমনই আবেদন করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে রোজ ভ্যালি কাণ্ডে ইডি (ED) তদন্ত করছে। তাই জামিন সম্ভব নয় বলে জানায় আদালত। অবশেষে আপাতত ৫০ হাজার টাকা নগদ ও দশ হাজার টাকার দুটি সিকিওরিটি বন্ড জমা রাখতে হবে তাঁকে। তার পর আগামী ৯ আগস্ট থেকে ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পাবেন গৌতম কুণ্ডু। আগামী ১৬ আগস্ট ফের তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরত আসতে হবে বলে নির্দেশ আদালতের।
উল্লেখ্য, রোজ ভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ইডি এবং সিবিআই, দুই সংস্থাই তাদের বিরুদ্ধে তদন্ত করছে। গৌতমের পাশাপাশি এই মামলায় তৃণমূলের দুই সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও একসময় গ্রেফতার করা হয়েছিল। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ফের দুর্নীতি মামলায় কেন্দ্রের বিজেপি সরকার অতি সক্রিয় হয়েছিল বলে অভিযোগ তোলে তৃণমূল।
আবার গত জানুয়ারি মাসেই গ্রেফতার হন গৌতমের স্ত্রী শুভ্রা কুণ্ডু। উল্লেখ্য, সম্প্রতি অসুস্থতার কারণে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন বাংলা ছবির প্রযোজক তথা রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত শ্রীকান্ত মোহতা।
অন্যদিকে ২০১৩ সালে রোজ ভ্যালি দুর্নীতি কাণ্ডের তদন্ত শুরু করে ইডি। তারপরই কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত করা হয় তাঁর ল্যাপটপ, মোবাইল, নথি সবকিছুই। এই তদন্তের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের মে মাসে রোজভ্যালি কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। আরও পড়ুন: দিলীপের উত্তরসূরি কে? জেপি নাড্ডার কাছে এই ৪-৫ টি নাম পাঠালেন রাজ্য সভাপতি