Sabyasachi Dutta Exclusive Interview : অকপট স্বীকারোক্তি : সুজিতের কাছে কেন হারলেন সব্যসাচী?
Sabyasachi Dutta Exclusive Interview : 'দিদির ছবি সরবে যবে, বন্ধু সেদিন খেলা হবে।' দেবাংশুর লেখা গানের সুরেই জবাব দিলেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। টিভি৯ বাংলা চ্যানেলে কথাবার্তা অনুষ্ঠানে টিভি৯ বাংলা ডিজিটালের এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে অকপট সব্য়সাচী ধরা দিল টিভি৯ বাংলার ক্যামেরায়।
বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে হারের পাশাপাশি প্রশ্ন উঠেই আসে সুজিত বসু বনাম সব্য়সাচী দত্ত। বিধাননগরের মানুষের কাছে তাহলে সুজিত বসুর জনপ্রিয়তা বেশি? তিনি তাহলে সুজিত বসুর কাছে হেরে গেলেন? এই প্রশ্নের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সব্যসাচী দত্ত টিভি৯ বাংলাকে জানিয়েছেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে ব্যক্তি সুজিত জিতেছে। ব্যক্তি সব্যসাচী হেরেছে। বিষয়টি তেমন নয়।” তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, “আমার একটা জিনিস মাইনাস হয়ে গিয়েছে। মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আমার ছিল না।” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নিয়ে বলেছেন, “বাংলার মানুষের মনের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গিয়েছেন।”
রাজনৈতিক মহলে একটি কথা বহুল প্রচলিত যে, পশ্চিমবঙ্গের জনগণ প্রার্থীকে দেখে ভোট দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন বেশিরভাগ বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন তৃণমূল কংগ্রেসের কাণ্ডারী। সব্যসাচী দত্ত মূলত এই আখ্যানেই সম্মতি জানালেন। টিভি৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে তিনি বলেছেন, “ভোটে দাঁড়িয়েই এই বিষয়টি (জনসাধারণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি) উপলব্ধি করতে পারছিলাম। কিন্তু তখন আরও কোনও উপায় ছিল না। মানুষের কাছে ভুল বার্তা যাবে, তাই কিছু করার ছিল না।”
আরও পড়ুন : Sabyasachi Dutta Exclusive Interview : কেন তৃণমূল ছেড়েছিলেন! কার জন্য! জানালেন সব্যসাচী